অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রামাটোর্স্কে রাশিয়ার মারাত্মক হামলা


ক্রামাটোর্স্কে রাশিয়ার হামলায় ধ্বংস হওয়া একটি রেস্তোরাঁর সামনে একজন পুলিশ কর্মকর্তা এবং একজন উদ্ধারকর্মী হাঁটছেন। (এপি/ইউক্রেনের জাতীয় পুলিশ)। ২৭ জুন, ২০২৩।
ক্রামাটোর্স্কে রাশিয়ার হামলায় ধ্বংস হওয়া একটি রেস্তোরাঁর সামনে একজন পুলিশ কর্মকর্তা এবং একজন উদ্ধারকর্মী হাঁটছেন। (এপি/ইউক্রেনের জাতীয় পুলিশ)। ২৭ জুন, ২০২৩।

  • পোপ ফ্রান্সিসের শান্তি দুত কার্ডিনাল মাত্তেও জুপ্পি কিয়েভ সফরের কয়েক সপ্তাহ পরে মস্কো ভ্রমণ করেন। ভ্যাটিকান বলেছিল, তিনি ইউক্রেনের যুদ্ধের “বর্তমান করুণ পরিস্থিতির একটি সমাধান” চান।

  • রুশ ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভগানি প্রিগোজিন একটি স্বল্পস্থায়ী বিদ্রোহের কয়েক দিন পরে বেলারুশ পৌঁছেছেন।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, বুধবার ক্রামাটোর্স্ক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়জন নিহত এবং ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

জরুরি পরিষেবাগুলো উদ্ধারকারী দলগুলোর ছবি পোস্ট করেছে। দলগুলো একটি ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধার চালাচ্ছে যার মধ্যে একটি রেস্তোরাঁ রয়েছে।

ক্রামাটোর্স্ক ফ্রন্ট লাইনের পশ্চিমে অবস্থিত। সেখানে পূর্ব ইউক্রেনের ডনেটস্ক প্রদেশে যুদ্ধ চলছে।

২০২২ সালের এপ্রিলে শহরের রেলওয়ে স্টেশনে একটি রুশ হামলায় ৬৩ জন নিহত হয়েছিল।

ইউক্রেনও মঙ্গলবার ক্রেমেনচুকে একটি রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। একটি শপিং মলে রাশিয়ার হামলায় কমপক্ষে ২০ জন নিহত হওয়ার ঠিক এক বছর পর এটি ঘটলো।

বুধবার লিথুনিয়া বলেছে, তারা ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য নরওয়ে নির্মিত দুটি নাসামস বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে।

জেলেন্সকির সাথে আলোচনার জন্য কিয়েভ যাওয়ার সময় লিথুনিয়ান প্রেসিডেন্ট গিতানাস নৌসেদা এই চুক্তির ঘোষণা দেন।

এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জেলেন্সকি। তিনি টুইট করেছেন যে লিথুনিয়ান নেতার প্রতি তিনি কৃতজ্ঞ।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG