- শীর্ষ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেনের নিরাপত্তা সহায়তা নিয়ে আলোচনা করবেন।
- যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রক পোল্যান্ডের জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ১৫০০ কোটি ডলার মূল্য পর্যন্ত বিক্রয়ের অনুমোদন দিয়েছে।
বৃহস্পতিবার ইউক্রেনের ক্রুরা পূর্বাঞ্চলীয় শহর ক্রামাটোর্স্কের একটি পিৎজা রেস্তোরাঁয় ধ্বংসস্তূপে একটি মৃতদেহ খুঁজে পেয়েছে। এর ফলে সেখানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১২ জনে পৌঁছেছে।
ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে তিন জন শিশু। হামলায় আরও ৬০ জন আহত হয়েছে।
বুধবার ইউক্রেনের কাউন্টার ইন্টেলিজেন্স সার্ভিস বলেছে, তারা রাশিয়াকে হামলার নির্দেশ দেয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, যারা রাশিয়াকে ‘জীবন ধ্বংস’ করতে সহায়তা করে তারা সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য।
বুধবার ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকফ রাশিয়ার দাবির পুনরাবৃত্তি করে বলেন, বেসামরিক নাগরিক তাদের লক্ষ্যবস্তু নয়।
মঙ্গলবার রাতের হামলা রাশিয়া বেশ কয়েকটি ইউক্রেনীয় শহরে সন্ধ্যাজুড়ে এবং বুধবারের প্রথম দিকে যে হামলাগুলো করে সেগুলোর একটি ছিল।
ক্রামাটোর্স্ক হলো ফ্রন্ট লাইনের পশ্চিমে যেখানে পূর্ব ইউক্রেনের ডনেটস্ক প্রদেশে যুদ্ধ চলছে।
২০২২ সালের এপ্রিলে শহরের রেলওয়ে স্টেশনে একটি রুশ বিমান হামলায় ৬৩ জন নিহত হয়েছিল।
ইউক্রেনও মঙ্গলবার ক্রেমেনচুকে একটি রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। ওই হামলা একটি বিপণী কেন্দ্রে রাশিয়ার হামলায় কমপক্ষে ২০ জন নিহত হওয়ার ঠিক এক বছর পরে হলো।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।