অ্যাকসেসিবিলিটি লিংক

বালটিমোরের এক পার্টিতে বন্দুক হামলায় ৩০ ব্যক্তি হতাহত


মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বালটিমোর শহরের এ জায়গায় গোলাগুলির ঘটনা ঘটে (২ জুলাই, ২০২৩)
মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বালটিমোর শহরের এ জায়গায় গোলাগুলির ঘটনা ঘটে (২ জুলাই, ২০২৩)

বালটিমোরের কর্মকর্তারা বলছেন, শহরের দক্ষিণে অবস্থিত ব্রুকলিন হোমস মহল্লায় একটি ব্লক পার্টিতে রাতভর বন্দুক হামলার শিকার হয়েছেন ৩০ ব্যক্তি।

পুলিশ বলছে ৩ জন আশংকাজনক অবস্থায় আছেন এবং ২ জন নিহত হয়েছেন।

পুলিশ আরো জানায়, তারা গোলাগুলির ঘটনা নিয়ে একাধিক ফোন কল পেয়েছেন।

বালটিমোর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার রিচার্ড ওরলি ঘটনাস্থলকে “বিস্তৃত” বলে বর্ণনা করেন। তিনি জানান, আহতদের মধ্যে ২০ জন পায়ে হেঁটে হাসপাতালে পৌঁছাতে সক্ষম হন।

বালটিমোরের মেয়র ব্র্যান্ডন স্কট হামলাকারীদের উদ্দেশ্যে বলেন, “যারা এ ঘটনার জন্য দায়ী, আমি চাই তারা আমার কথা শুনুক এবং খুব পরিষ্কারভাবে শুনুক। আপনাদেরকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা থামবো না, এবং আমরা অবশ্যই আপনাদেরকে খুঁজে পাব। ততক্ষণ পর্যন্ত আমি আশা করবো আপনারা প্রতিটি নিশ্বাসের সঙ্গে আজ রাতে এখানে যাদের জীবন কেড়ে নিয়েছেন ও যাদের জীবনকে প্রভাবিত করেছেন, তাদের কথা ভাববেন।”

XS
SM
MD
LG