অ্যাকসেসিবিলিটি লিংক

রুশ অধিকৃত মাকিভকায় ইউক্রেনীয় বাহিনীর হামলা


ফাইল ছবি— একটি ভবনের ধ্বংসাবশেষের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ধারণা করা হয়, এ ভবনটি মাকিভকায় রুশ সেনারা ব্যবহার করতেন (১০ জানুয়ারি, ২০২৩)
ফাইল ছবি— একটি ভবনের ধ্বংসাবশেষের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ধারণা করা হয়, এ ভবনটি মাকিভকায় রুশ সেনারা ব্যবহার করতেন (১০ জানুয়ারি, ২০২৩)

ইউক্রেনের সেনাবাহিনী বলছে, মঙ্গলবার তারা পূর্ব ইউক্রেনের ডনেটস্ক প্রদেশে রুশ সেনাবাহিনীর একটি অবস্থানকে ধ্বংস করেছে।

ইউক্রেন বলছে রুশ অধিকৃত অঞ্চল মাকিভকায় এই আক্রমণ সংঘটিত হয়।

রুশ কর্মকর্তারা বলছেন, ইউক্রেনীয়দের হামলায় ১ বেসামরিক ব্যক্তি নিহত ও অপর ৩৬ জন আহত হয়েছেন।

ইউক্রেন ও রাশিয়া একে অপরকে দোষারোপ করে বলেছে, অপর পক্ষ ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাশিয়ার দখলে থাকা ঝাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালানোর পরিকল্পনা করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান, তিনি ফোনে এ বিষয়টি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করেছেন।

জেলেন্সকি মঙ্গলবার তার সান্ধ্যকালীন বক্তব্যে বলেন, “সমগ্র বিশ্বের এখন বোঝা উচিৎ, সার্বজনিন নিরাপত্তা পুরোপুরি এই কারখানার দখলদারদের কার্যক্রমের প্রতি বৈশ্বিক নজরের ওপর নির্ভরশীল। রাশিয়াকে সুস্পষ্টভাবে অনুধাবন করতে হবে, যে এই সন্ত্রাসীরা কীসের প্রস্তুতি নিচ্ছে এবং সারা পৃথিবী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।” তিনি আরো বলেন, “তেজস্ক্রিয়তা পৃথিবীর সবার জন্য একটি হুমকি এবং যেকোনো ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনা থেকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে হবে।”

যে রুশ প্রতিষ্ঠান রাশিয়ার পারমাণবিক নেটওয়ার্ক পরিচালনা করে, তার প্রধানের একজন উপদেষ্টা অভিযোগ করেন, ইউক্রেন “উচ্চ পর্যায়ের নিখুঁত, দূর পাল্লার অস্ত্র” ব্যবহার করে ঝাপোরিঝঝিয়া কারখানার ওপর হামলার পরিকল্পনা করছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG