যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউজে আলোচনার জন্য সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনকে আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে নেটো নেতারা লিথুয়ানিয়ায় একটি শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন।
সুইডেন নেটোতে যোগ দেয়ার চেষ্টা করছে। গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে নেয়া হয় এই পদক্ষেপ। নেটো নেতারা তাদের ২০২২ শীর্ষ সম্মেলনে সুইডেনের যোগদানের জন্য তাদের অনুমোদন দিয়েছে, তবে তুরস্ক এবং হাঙ্গেরি এখনো সুইডেনের আবেদনকে অনুমোদন দেয়নি। এই আবেদনের অনুমোদন বর্তমান সদস্যদের মধ্যে সর্বসম্মত হতে হবে।
সুইডেনের পাশাপাশি ফিনল্যান্ড আবেদন করেছিল এবং তা এপ্রিলে নেটোতে সম্পূর্ণভাবে গৃহীত হয়।
হোয়াইট হাউজের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে গত সপ্তাহে এক বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্ট বাইডেন এবং প্রধানমন্ত্রী ক্রিস্টারসন আমাদের ক্রমবর্ধমান নিরাপত্তা সহযোগিতা পর্যালোচনা করবেন এবং তাদের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করবেন যে, সুইডেনের যত দ্রুত সম্ভব নেটোতে যোগদান করা উচিত।”
তুরস্ক সুইডেনকে অভিযুক্ত করেছে যে, সুয়েডেন সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত গ্রুপগুলোর প্রতি খুব নম্র আচরণ করছে। তুরস্ক, সুইডেন এবং ফিনল্যান্ডের মধ্যে একটি চুক্তির অংশ হিসেবে সুইডেন নতুন একটি সন্ত্রাসবিরোধী আইনসহ বেশ কয়েকটি সংস্কার এনেছে। নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বৃহস্পতিবার আলোচনার জন্য তিনটি দেশকে একত্রিত করার পরিকল্পনা করছেন।
জ্যঁ -পিয়ের বলেন, বাইডেন এবং ক্রিস্টারসন চীন সংক্রান্ত সমন্বয়ের পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং উদীয়মান প্রযুক্তির বিষয়েও আলোচনা করবেন।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।