অ্যাকসেসিবিলিটি লিংক

নৌবহর পর্যালোচনা উত্সবে রুশ পারমাণবিক সাবমেরিনের অনুপস্থিতি; জানিয়েছে ব্রিটিশ মন্ত্রক


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশিত ভিডিও থেকে নেয়া এই ছবিতে একটি রুশ পারমাণবিক সাবমেরিন সামরিক মহড়ায় অংশগ্রহণ করছে। ২৬ অক্টোবর, ২০২২। ফাইল ছবি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশিত ভিডিও থেকে নেয়া এই ছবিতে একটি রুশ পারমাণবিক সাবমেরিন সামরিক মহড়ায় অংশগ্রহণ করছে। ২৬ অক্টোবর, ২০২২। ফাইল ছবি।

ইউক্রেনে নিহত এএফপি সাংবাদিক আরমান সোল্ডিনকে ফ্রান্স মরণোত্তর দেশটির সর্বোচ্চ পুরস্কার লিজিয়ন অফ অনার প্রদান করেছে।

শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেনের ওপর তাদের দৈনিক প্রতিবেদনে বলেছে, রাশিয়ার নর্দান ফ্লিটের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ৩০ জুলাই সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনী দিবসের নৌবহর পর্যালোচনায় অংশ নেবে না- রাশিয়ার এমন সাম্প্রতিক ঘোষণা, সম্ভবত “প্রাথমিকভাবে” রক্ষণাবেক্ষণের কারণে এবং প্রাপ্যতা উদ্বেগের কারণে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, রাশিয়ার হামলায় ইউক্রেনের অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৩৮ জন আহত হয়েছে।

কিয়েভের সরকার বলেছে, রুশ বাহিনী বিমান হামলা, ক্ষেপণাস্ত্র এবং ভারী কামান দিয়ে আংশিকভাবে দখলকৃত পূর্ব ডনেটস্ক অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ১৩টি শহর এবং গ্রামকে লক্ষ্যবস্তু করেছে।

ইউক্রেন বলেছে, আংশিকভাবে রাশিয়ার দখলে থাকা জাপোরিঝিয়া অঞ্চলে বুধবার ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে ২১ জন আহত হয়েছে এবং রাশিয়ার গোলাগুলির পরে খেরসনে আগুন ছড়িয়ে পড়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, দমকলকর্মীরা একটি ১৬ তলা অ্যাপার্টমেন্ট ভবনে ছড়িয়ে পড়া আগুন এবং আরেকটি অনাবাসিক ভবনে লাগা আগুন নিভিয়ে ফেলেছে। ধ্বংসাবশেষ একটি ২৫ তলা অ্যাপার্টমেন্ট ভবনের সামনেও ভেঙে পড়ে।

সর্বসাম্প্রতিক আক্রমণটি ছিল টানা তৃতীয় রাতে যেখানে কিয়েভ আক্রমণে ড্রোন ব্যবহার করা হয়েছিল।

অন্যত্র, ইউক্রেন বলেছে, তাদের একটি ক্ষেপণাস্ত্র হামলায় একজন ঊর্ধ্বতন রুশ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ নিহত হয়েছেন। তিনি দক্ষিণ ইউক্রেনে কিয়েভের সাম্প্রতিক পাল্টা আক্রমণের বিরুদ্ধে মস্কোর বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG