অ্যাকসেসিবিলিটি লিংক

জুমার কারামুক্তিকে বেআইনি ঘোষণা করা হয়েছে


দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা।

দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত রায় দিয়েছে যে প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাকব জুমার চিকিৎসার কারণে কারাগার থেকে মুক্তি দেওয়া বেআইনি ছিল।

২০২১ সালে, জুমা আদালত অবমাননার জন্য ১৫ মাসের সাজা খাটা শুরু করার আট সপ্তাহেরও কম সময়ের মধ্যে কারাগার থেকে মুক্তি পান।

তিনি দায়িত্বে থাকাকালীন দুর্নীতিবিরোধী তদন্তে সাক্ষ্য দিতে অস্বীকার করার পরে এমনটা ঘটেছিল।

জেল পরিষেবা জুমার চিকিৎসা প্যারোল মঞ্জুর করেছিল। এই পরিষেবার নেতৃত্বে ছিলেন সাবেক প্রেসিডেন্টের মিত্র আর্থার ফ্রেজার।

বৃহস্পতিবারের রায়ের পর তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি সাবেক প্রেসিডেন্টের কারাগারে প্রত্যাবর্তন আসন্ন কিনা।

জুমার গ্রেফতারির ফলে সংঘটিত দাঙ্গায় ৩০০ জনের মানুষ প্রাণ হারিয়েছেন।

XS
SM
MD
LG