অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ-পূর্ব এশিয়ার বার্ষিক নিরাপত্তা সমাবেশে প্রাধান্য পাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা


জাকার্তায় অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান)’এর আঞ্চলিক ফোরামে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা; ১৪ জুলাই, ২০২৩।
জাকার্তায় অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান)’এর আঞ্চলিক ফোরামে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা; ১৪ জুলাই, ২০২৩।

শুক্রবার ২৪টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়ায় সমবেত হয়েছেন। দক্ষিণপূর্ব এশিয়ার এই বার্ষিক নিরাপত্তা বিষয়ক সম্মেলনে প্রধান্য পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতা, ইউক্রেনের যুদ্ধ এবং উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সম্পর্কিত বিভিন্ন বিষয়।

শুক্রবারের আসিয়ান আঞ্চলিক ফোরামে (এআরএফ) যোগদানকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকরা। সপ্তাহের ভূ-রাজনৈতিক উত্তেজনা, তীব্র বাদানুবাদ, পরাশক্তিগুলোর ঝগড়াঝাটি এবং ওয়াকআউটের কবলে পড়ে হারিয়ে যায় ব্যাপকভিত্তিক আলোচ্যসূচি।

অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান)-এর পররাষ্ট্র মন্ত্রীদের উদ্দেশে দেয়া উদ্বোধনী বক্তব্যে আসিয়ানের চেয়ারম্যান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, “এই সমাবেশের লক্ষ্য হচ্ছে আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যাগুলোকে বৃদ্ধি করার পরিবর্তে এর সমাধান অনুসন্ধান করা।”

পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার জাকার্তায় শীর্ষ চীনা কূটনীতিক ওয়াং ইয়ের সাথে “আন্তরিক এবং গঠনমূলক” আলোচনা করেছেন। তারা বলেছে, দুই পরাশক্তির মধ্যে মতপার্থক্য দূর করার লক্ষ্যে একাধিক আলাপ- আলোচনার মধ্যে এটি সর্বসাম্প্রতিক আলাচনা।

গতবছরের আসিয়ান আঞ্চলিক ফোরামেও যুক্তরাষ্ট্র-চীন বিবাদ প্রাধান্য পেয়েছিলো। ঐ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো যুক্তরাষ্ট্রের তৎকালীন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে কয়েকদিন পর। তার সেই সফর বেইজিংকে ক্ষুব্ধ করেছিলো। ঐ সময় বেইজিং তাইওয়ানের চারপাশে প্রকৃত গোলাবারুদ সহকারে মহড়া শুরু করে এবং ওয়াশিংটনের সাথে আলোচনার পথগুলো বন্ধ করে দেয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ওয়াং ব্লিংকেনকে বলেছেন সম্পর্ককে সঠিক পথে আনার মূল চাবিকাঠি হলো “একটি যুক্তিবাদী এবং বাস্তব মনোভাব ” গ্রহণ করা।

বৃহস্পতিবার চীনের জঙ্গিবিমানগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি টহল বিমানকে পর্যবেক্ষণ করেছে। বিমানটি সংবেদনশীল তাইওয়ান প্রণালী দিয়ে উড়ে যাচ্ছিলো। চীন সে সময় দ্বীপটির দক্ষিণে সামরিক মহড়া পরিচালনা করছিলো। চীন তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ হিসেবে দাবি করে।

XS
SM
MD
LG