অ্যাকসেসিবিলিটি লিংক

কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে পুলিশ কর্মকর্তা এবং শিক্ষক হত্যা করেছে আল-শাবাব


মান্দেরা কাউন্টি, কেনিয়া।
মান্দেরা কাউন্টি, কেনিয়া।

কেনিয়ার কর্তৃপক্ষ বলছে, সন্দেহভাজন আল-শাবাব জঙ্গিরা কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মান্দেরা দক্ষিণ এলাকায় ওয়ারগাদুদ পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে শুক্রবার সকালে দুজন পুলিশ কর্মকর্তা এবং একজন শিক্ষককে হত্যা করেছে।

জঙ্গিরা পুলিশের একটি গাড়ি ছিনতাই করে নিয়ে যায় এবং দুটি যোগাযোগ টাওয়ার ধ্বংস করে দেয়।

নিরাপত্তা কর্মকর্তাদেরকে ভয়েস অফ আমেরিকারর পক্ষ থেকে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে, তারা অনুরোধ প্রত্যাখ্যান করেন। তবে মান্দেরা দক্ষিণের পার্লামেন্ট সদস্য আব্দুল হারো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ঘটনাগুলো এমন এক সময় ঘটলো, যখন কেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডেন ডুয়ালে নিরাপত্তা কর্মকর্তা এবং বাসিন্দাদের সাথে দেখা করার জন্য উত্তর-পূর্ব অঞ্চল সফর করছেন। ওয়াজির কাউন্টির সীমান্ত শহর ডিইফ-এর বাসিন্দাদের উদ্দেশে দেয়া বক্তৃতায় ডুয়ালে বলেন, “কেনিয়া তার ভূখণ্ড সুরক্ষিত করতে কেনিয়ার ভেতরে এবং বাইরে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করবে।”

গত সপ্তাহে কেনিয়ার নিরাপত্তা বাহিনী কেনিয়ার মান্দেরা কাউন্টির অরজেন এলাকায় অতর্কিত হামলায় ২৩ সন্দেহভাজন আল-শাবাব জঙ্গিকে হত্যা করে। সেই সংঘর্ষে কেনিয়ার ছয়জন সেনা সদস্য নিহত হন এবং আহত হন আরো আট জন।

ডুয়ালে বলেন, কেনিয়া এই অঞ্চল থেকে সন্ত্রাসী এবং তাদের প্রতি সহানুভূতিশীলদেরকে উৎখাত করতে সম্ভাব্য সব উপায় ব্যবহার করবে।

এই বছরের শুরুর দিকে কেনিয়া সোমালিয়ার সাথে তাদের সীমান্ত পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা ঘোষনা করে। এই সীমান্ত এক দশকের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। জঙ্গি গোষ্ঠীর ক্রমবর্ধমান আক্রমণের পর সেই পরিকল্পনাগুলো এখন স্থগিত করা হয়েছে।

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের নেতৃত্বাধীন শান্তিরক্ষা বাহিনী থেকে কেনিয়ার সেনা প্রত্যাহারে বাধ্য করতে, জঙ্গি গোষ্ঠীটি অতীতে কেনিয়ার নগর ও শহরে আনেকগুলো হামলা চালিয়েছে।



XS
SM
MD
LG