অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রাইমিয়ার সেতুতে হামলার প্রতিশোধ হিসেবে ওডেসাতে হামলা চালিয়েছে রাশিয়া


ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন; ১৮ জুলাই ২০২৩। (ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রেস বিভাগ/রয়টার্সের মাধ্যমে হ্যান্ডআউট)
ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন; ১৮ জুলাই ২০২৩। (ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রেস বিভাগ/রয়টার্সের মাধ্যমে হ্যান্ডআউট)

রাশিয়া মঙ্গলবার বলেছে, তারা সোমবারের আক্রমণের প্রতিশোধ হিসেবে ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূল বরাবর ওডেসা এবং মাইকোলাইভে হামলা চালিয়েছে। ইউক্রেনের সোমবারে আক্রমণে ক্রাইমিয়া উপদ্বীপের সাথে রাশিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়।

রাশিয়া বলেছে, সেতুর ওপর চালানো সোমবারের হামলায় এক বেসামরিক দম্পতি নিহত হয়েছে; আর তাদের সন্তান আহত হয়েছে। এই হামলায় সেতুর সড়কের আস্তরণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে যান চলাচল ব্যাহত হয়।

সেতুটি একটি প্রধান সামরিক সরবরাহ রুট; যা রুশ বাহিনীকে ইউক্রেনে আগ্রাসন চালাতে সহায়তা করে।

ওডেসা অঞ্চলে একাধিক বন্দরের অবস্থান। এই বন্দরগুলো বিশ্ব বাজারে ইউক্রেনের শস্য রপ্তানির সুবিধার্থে জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় সম্পাদিত কৃষ্ণসাগর শস্য উদ্যোগের অংশ ছিলো।

রাশিয়ার বিরোধিতা

সোমবার রাশিয়া ঘোষণা করে যে, কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজগুলোর পাশ দিয়ে নিরাপদ রপ্তানি চুক্তির অবসান ঘটাচ্ছে তারা। এর পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি প্রস্তাব করেন , ইউক্রেন, জাতিসংঘ এবং তুরস্ক-এর সাথে যৌথভাবে “খাদ্য করিডোর এবং জাহাজের পরিদর্শনের কার্যক্রম” নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রাখতে পারে।

গত বছর বৈশ্বিক খাদ্য সংকটের প্রেক্ষাপটে জাতিসংঘ এবং তুরস্ক কৃষ্ণসাগর শস্য উদ্যোগের মধ্যস্থতা করেছিলো। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের কারণে বন্ধ হয়ে যাওয়া রপ্তানি শুরু করতে সহায়তার জন্য তারা এ উদ্যোগ নেয়। এই শস্য রপ্তানি বিশ্বব্যাপী পণ্যের দাম স্থিতিশীল করতে সাহায্য করে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরে খাদ্যপণ্যের দাম বেড়ে গেলে, দরিদ্র দেশগুলোর খাদ্য আমদানির সক্ষমতাকে হুমকির মুখে ফেলে দেয়।

জাতিসংঘ বলেছে, ২০২২ সালের আগস্টে রপ্তানি শুরু হওয়ার পর থেকে ৩ কোটি ২৮ লাখ মেট্রিক টন খাদ্যপণ্য ৪৫টি দেশে রপ্তানি করা হয়েছে।

ভয়েস অফ আমেরিকা পূর্ব ইউরোপের ব্যুরো প্রধান মাইরোস্লোভা গোনজাদজে এবং জাতিসংঘ প্রতিনিধি মার্গারেট বেশির এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG