বুধবার প্রকাশিত এশীয় আমেরিকানদের নিয়ে একটি সমীক্ষা থেকে জানা যাচ্ছে, তিন-চতুর্থাংশের বেশি মানুষ যুক্তরাষ্ট্রকে সুনজরে দেখেন। এদিকে, চীনকে সুনজরে দেখেন মাত্র ২০ শতাংশ মানুষ।
২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জানুয়ারি মধ্যে ৭ হাজার এশীয় আমেরিকান প্রাপ্তবয়স্ককে নিয়ে সমীক্ষা চালায় পিউ রিসার্চ সেন্টার। তাদের প্রশ্নে বিশেষভাবে দৃষ্টি দেওয়া হয়েছিল, এই মানুষরা তাদের দেশ ও এশিয়ার অন্যান্য দেশ সম্পর্কে কী ভাবেন। উত্তরদাতাদের মধ্যে ছিলেন জাপানি, কোরীয়, তাইওয়ানী, ফিলিপিনো, ভিয়েতনামী, ভারতীয় ও চীনা।
নিজের মাতৃভূমি সম্পর্কে প্রশ্ন করা হলে মাত্র ৪১ শতাংশ চীনা আমেরিকান জানিয়েছেন, চীন সম্পর্কে তাদের মনোভাব ভাল বা মোটামুটি ভাল। সমীক্ষায় বাকিরা তাদের দেশ সম্পর্কে বেশির ভাগ ইতিবাচক মনোভাবের কথাই বলেছেন।
অন্যান্য এশীয় আমেরিকানদের মধ্যে মাত্র ১৪ শতাংশ জানিয়েছে যে, চীনকে তারা সুনজরে দেখেন।
পিউ সমীক্ষায় দেখা গেছে, একজন চীনা আমেরিকান যুক্তরাষ্ট্রে যত বেশি দিন কাটিয়েছেন, চীন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তত কম অনুকূল। ১০ বছর বা তার কম সময় যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের ৫৬ শতাংশের মনোভাব ইতিবাচক। সেই তুলনায় ২১ বছর বা তার বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকা ব্যক্তিদের ৩৮ শতাংশ চীন সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন।
নিজেদের পূর্বপুরুষের ভিটেতে ফিরে যাবেন কিনা প্রশ্ন করা হলে, চীনা আমেরিকানরা সবচেয়ে কম আগ্রহ প্রকাশ করেছেন। মাত্র ১৬ শতাংশ চীনা আমেরিকান দেশে ফিরতে চান। তুলনায় ২৮ শতাংশ অন্যান্য এশীয় আমেরিকান জন্মভূমিতে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
সমীক্ষা চালানো ব্যক্তিদের মধ্যে সামান্য বেশি অংশ (৫৩ শতাংশ) যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছিলেন এই ভেবে যে, আগামী ১০ বছরের মধ্যে এই দেশ হবে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তি।
পিউ সমীক্ষায় দেখা গেছে, ভারতীয় আমেরিকানরা নিজেদের দেশে ফেরার বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী। তাদের ৩৩ শতাংশই জানিয়েছেন যে, তারা ফেরার কথা বিবেচনা করবেন।
এদের মধ্যে ৫২ শতাংশেরই দেশে ফেরার কারণ পরিবারের সঙ্গে মিলেমিশে থাকা।
এই সমীক্ষায় উত্তরদাতাদের মধ্যে সবচেয়ে বেশি ছিল ভারতীয় আমেরিকানরাই (৮০ শতাংশ)। তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে তারা সুনজরে দেখেন।