বৃহস্পতিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের কর্মকর্তারা বলেছেন, রাশিয়া বন্দর শহর মাইকোলাইভে সারারাত বিমান হামলা চালিয়েছে, এতে কমপক্ষে ১৯ জন আহত হয়েছে।
আঞ্চলিক গভর্নর ভিটালি কিম টেলিগ্রামে বলেছেন, বিমান হামলাটি শহরের কেন্দ্রস্থলে আঘাত করে। আহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। কিম আরও জানান, ধ্বংসস্তূপ থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার কর্মকর্তারা বলেছেন, ওডেসায় রাশিয়ার হামলায় অন্তত একজন নিহত হয়েছে।
কৃষ্ণ সাগরে জাহাজ চলাচল
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেনীয় বন্দরগুলোতে অবস্থানরত জাহাজগুলোর জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে। ইউক্রেনীয় শস্য বহনকারী জাহাজগুলোকে কৃষ্ণ সাগরের মধ্যে দিয়ে যাওয়ার অনুমতি দেয়া সংক্রান্ত একটি চুক্তি স্থগিত হওয়ার দুইদিন পর রাশিয়া এই সতর্কতা জারি করে।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জারি করা বিবৃতিতে বলা হয়েছে,মস্কোর সময়ানুযায়ী ২০ জুলাই মধ্যরাত থেকে শুরু করে “কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় বন্দরে চলাচলকারী সমস্ত জাহাজকে সামরিক পণ্যসম্ভাবের সম্ভাব্য বাহক হিসেবে গণ্য করা হবে।”
এতে আরও বলা হয়েছে, “এই ধরনের জাহাজ যে দেশগুলো ব্যবহার করবে কিয়েভ শাসনের পক্ষে ইউক্রেনের সংঘাতে জড়িত বলে বিবেচিত হবে।”
ইউক্রেনের পাল্টা আক্রমণ
বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ইউক্রেনের জন্য নতুন একটি ১৩০ কোটি ডলারের নিরাপত্তা বিষয়ক থোক সহায়তা ঘোষণা করেছে।
এই থোক সহায়তার মধ্যে রয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য চারটি উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সাথে ক্ষেপণাস্ত্র পরিষ্কার করার সাজসরঞ্জাম এবং গোলা বারুদ।
সমর বিশ্লেষকরা বলছেন, জুনের শুরুতে পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেন প্রায় ২৫০ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে। কিন্তু রাশিয়া বিশাল বিস্তৃত ভূমির নিয়ন্ত্রণ বজায় রেখেছে।