শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, ওয়াগনার গ্রুপের শেষ দণ্ডপ্রাপ্ত-বন্দি ভাড়াটে সেনারা তাদের বাধ্যতামূলক পরিষেবা থেকে “আগামী দিনগুলোতে” মুক্তি পাবে।
গত মাসে ওয়াগনার গ্রুপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল।
বৃহস্পতিবার রাশিয়া টানা তৃতীয় রাতে ইউক্রেনের দক্ষিণের শহরগুলোতে, বিশেষ করে দেশের প্রধান কৃষ্ণ সাগর বন্দর ওডেসাকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, কৃষ্ণ সাগরের নিকটবর্তী শহর মাইকোলাইভে ১৯ জন আহত এবং ওডেসায় ২ জন নিহত হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সাম্প্রতিক রুশ হামলার নিন্দা জানিয়েছেন।
রাশিয়ার সামরিক বাহিনী ওডেসায় তাদের আক্রমণকে “প্রতিশোধমূলক” হিসেবে অভিহিত করেছে।
ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ভিটালি কিম টেলিগ্রামে বলেছেন, মাইকোলাইভের কেন্দ্রস্থলে একটি বিমান হামলা আঘাত হেনেছে। সেখানে আহতদের মধ্যে ৫ শিশুও রয়েছে। কিম আরও জানান, ধ্বংসস্তূপ থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে।
মাইকোলাইভের মেয়র ওলেক্সান্ডার স্নকেভিচ বলেন, ধর্মঘটে অন্তত ৫টি উঁচু ভবনের পাশাপাশি বেশ কয়েকটি গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়া এই সপ্তাহে ওডেসা এবং মাইকোলাইভকে লক্ষ্য করে একাধিকবার বিমান হামলা চালিয়েছে।
এদিকে ক্রামিয়ায় রাশিয়ার নিযুক্ত কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের একটি ড্রোন হামলায় একজন নিহত হয়েছে এবং এই উপদ্বীপের উত্তর-পশ্চিমাঞ্চলে একাধিক প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রক জানিয়েছে তারা রাশিয়া সংক্রান্ত নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর অধীনে ১৮ জন ব্যক্তি এবং কয়েক ডজন সংস্থাকে লক্ষ্যবস্তু করে এমন পণ্যগুলো যাতে মস্কোর নাগালের মধ্যে না থাকে যেগুলো ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে সহায়তা করে।
ভয়েস অফ আমেরিকার জাতীয় প্রতিরক্ষা সংবাদদাতা জেফ শেল্ডিং, ভয়েস অফ আমেরিকার পেন্টাগন সংবাদদাতা কার্লা বাব এবং কিয়েভে ভয়েস অফ আমেরিকার এনা শেরনিকোভা এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।