অ্যাকসেসিবিলিটি লিংক

জেলেন্সকি বলেন ক্রাইমিয়া সেতু বৈধ লক্ষ্য


ইউক্রেনে রুশ আগ্রাসনের সময় দোনেৎস্ক অঞ্চলের স্টারি কারাভান গ্রামের একটি বিধ্বস্ত ভবনের পাশ দিয়ে হাঁটছেন একটি স্বেচ্ছাসেবক চিকিৎসক দলের একজন সদস্য। (২১ জুলাই, ২০২৩)
ইউক্রেনে রুশ আগ্রাসনের সময় দোনেৎস্ক অঞ্চলের স্টারি কারাভান গ্রামের একটি বিধ্বস্ত ভবনের পাশ দিয়ে হাঁটছেন একটি স্বেচ্ছাসেবক চিকিৎসক দলের একজন সদস্য। (২১ জুলাই, ২০২৩)

সর্বসাম্প্রতিক সংবাদ:

  • ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক শনিবার ইউক্রেন সম্পর্কিত তাদের দৈনিক গোয়েন্দা প্রতিবেদনে বলেছে, শীর্ষস্থানীয় জাতীয়তাবাদী সামরিক ব্লগার ইগর গিরকিনকে শুক্রবার "চরমপন্থার জন্য প্রায় নিশ্চিতভাবে গ্রেপ্তার করা হয়েছে"। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের এই ”যুদ্ধ পরিচালনার”সমালোচক গিরকিন সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার “ক্ষমতায় থাকার সময়” নিয়ে সরাসরি সমালোচনায় লিপ্ত হয়েছেন। ব্রিটিশ মন্ত্রক বলছে, এই গ্রেপ্তার সামরিক ব্লগারদের “ক্ষুব্ধ” করবে, বিশেষ করে যারা গিরকিনকে “বিচক্ষণ সামরিক বিশ্লেষক ও দেশপ্রেমিক” হিসেবে দেখেন।

  • ইউক্রেনের পাল্টা হামলা চালানোর সময় যুক্তরাষ্ট্র মঙ্গলবার ইউক্রেনের জন্য আর্টিলারি, বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং স্থল যানসহ ৪০ কোটি ডলারের একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করার পরিকল্পনা করছে। এই থোক সাহায্যে ক্লাস্টার গোলাবারুদ অন্তর্ভুক্ত থাকবে না।

  • রাশিয়ার ওয়াগনার ভাড়াটে বাহিনীর সদস্যরা বেলারুশে পৌঁছানোর পর ওয়ারশ'র নিরাপত্তা কমিটি বুধবার পোল্যান্ডের পূর্বাঞ্চলে সামরিক ইউনিট সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিএপি শুক্রবার জানিয়েছে।

  • ইউক্রেনের ব্যাংকিং, কৃষিব্যবসা ও অবকাঠামো খাতে বিশ্বব্যাংকের বেসরকারি বিনিয়োগ শাখা ১৫ কোটি ডলার বিনিয়োগের কথা বিবেচনা করছে বলে শুক্রবার জানিয়েছেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলেছেন, রাশিয়ার প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্র বেলারুশের বিরুদ্ধে পোল্যান্ডের যে কোনো আগ্রাসন রাশিয়ার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। টেলিভিশনে তার এই মন্তব্য প্রচার করা হয়। তবে বেলারুশের উপর কোন আঞ্চলিক উচ্চাকাঙ্খার কথা পোল্যান্ড অস্বীকার করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার বলেন, ক্রাইমিয়া সেতু একটি বৈধ লক্ষ্য।

ক্রাইমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী সেতুটিতে সোমবার বিস্ফোরণ হলে দুই জন নিহত হয়। হামলার পর সেতুর একটি অংশ বন্ধ করে দেওয়া হয়।

মস্কো ইউক্রেনকে দোষারোপ করলেও, ইউক্রেন এই হামলার দায় স্বীকার করেনি।

XS
SM
MD
LG