অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের ড্রোন মস্কো এবং ক্রাইমিয়াতে হামলা করেছে, বলছে রাশিয়া


মস্কোতে কথিত ড্রোন হামলার পর একটি ক্ষতিগ্রস্ত ভবনের দৃশ্য। ২৪ জুলাই, ২০২৩।
মস্কোতে কথিত ড্রোন হামলার পর একটি ক্ষতিগ্রস্ত ভবনের দৃশ্য। ২৪ জুলাই, ২০২৩।

সোমবার রাশিয়া মস্কো এবং রাশিয়া-অধিকৃত ক্রাইমিয়াকে লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার কথা জানিয়েছে। এদিকে ইউক্রেন বলেছে রাশিয়া ওডেসা অঞ্চলে তাদের সর্বসাম্প্রতিক বিমান হামলা চালিয়েছে।

রাশিয়ার সেনাবাহিনী বলেছে, তারা মস্কোতে হামলাকারী দুটি ড্রোন ভূপাতিত করেছে। শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, দুটি অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো খবর নেই।

ক্রাইমিয়ায় রাশিয়ার নিয়োগকৃত গভর্নর বলেছেন, ইউক্রেনের একটি ড্রোন হামলা একটি গোলাবারুদের ডিপোতে আঘাত করেছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১১টি ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার বিমান হামলা ঐতিহাসিক ট্রান্সফিগারেশন ক্যাথেড্রালকে ক্ষতিগ্রস্ত করেছে। এটি আর্লি সানডে নামেও পরিচিত।

ঐতিহাসিক এই স্মৃতিস্তম্ভের ধ্বংস ক্ষোভের সৃষ্টি করেছে। জেলেন্সকি এই ঐতিহাসিক গির্জা পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউনেস্কো এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল এই হামলাকে “নতুন যুদ্ধাপরাধ” বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন।

ওডেসা শহরের প্রথম এবং প্রধান গির্জাটি রুশ সাম্রাজ্যের সময় ১৭৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ১৯৩৬ সালে স্টালিনের অধীনে ভেঙে ফেলা হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর ১৯৯৯ সালে এর পুনর্নির্মাণ শুরু হয়েছিল। এটিকে ২০০৩ সালে পবিত্র ঘোষণা করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রবিবার সিএনএনকে বলেন, ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরুতে যেরকম প্রত্যাশা করা হয়েছিল, তার চেয়ে ধীরে চলছে। ইউক্রেনের বাহিনী রাশিয়া আক্রমণ করার সময় প্রাথমিকভাবে যে অঞ্চলটি দখল করেছিল তাঁর অর্ধেক পুনরুদ্ধার করেছে।

সেন্ট পিটার্সবার্গ পরিদর্শন করার সময় পুতিনের একজন গুরুত্বপূর্ণ সহযোগী বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো রবিবার বলেছেন, “কোনো পাল্টা আক্রমণ নেই।”

পুতিন উত্তর দিয়েছিলেন, “এটি ঘটেছে, কিন্তু ব্যর্থ হয়েছে।”

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG