অধিকার বিষয়ক একটি নজরদারি সংস্থা বুধবার বলেছে যে, আফগানিস্তান সঙ্কটে বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্ধারিত স্বাধীন মূল্যায়নের কেন্দ্রে থাকা উচিত সে দেশের মানবাধিকার, বিশেষ করে নারী ও মেয়েদের অধিকারের বিষয়টি।।
হিউমান রাইটস ওয়াচ বলেছে যে, এই মূল্যায়নের নেতৃত্বদানকারী জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী ফেরিদুন সিনিরলিওলুকে সুপারিশগুলির কথা জানানো হয়েছে। তাকে আফগানদের অধিকার লঙ্ঘনের সমাধান করতে এবং তালিবানসহ যারা অন্যায়ের জন্য দায়ী সেই ব্যক্তিদের জবাবদিহি করার আহ্বান জানিয়েছে।
হিউমান রাইটস ওয়াচে নারীদের অধিকার বিভাগের সহযোগী পরিচালক হিথার বার বলেন, "বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতি বিশ্বের সবচেয়ে গুরুতর নারী অধিকার সংকট। আফগানিস্তানের সঙ্কট প্রবল এবং তালিবানের অন্যায় গভীরতর হচ্ছে যা ইতোমধ্যেই একটি বিধ্বংসী মানবিক সংকট।"
বার আন্তর্জাতিক প্রতিক্রিয়াকে অসামঞ্জস্যপূর্ণ, অকার্যকর ও মানবাধিকার বিষয়ে অপর্যাপ্ত দৃষ্টিভঙ্গী বলে সমালোচনা করেছেন। তিনি আরও বলেছেন যে, জাতিসংঘ-নির্দেশিত নিরপেক্ষ মূল্যায়ন "ভয়াবহ পরিস্থিতি"র আরও কার্যকর উত্তর দিতে পারে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এপ্রিল মাসে বিশেষ সমন্বয়ক হিসেবে সিনিরলিওলুকে নিয়োগের ঘোষণা দেন এবং আফগানিস্তানের চ্যালেঞ্জগুলি মোকাবিলায় "প্রাসঙ্গিক রাজনৈতিক, মানবিক এবং উন্নয়নকারী কুশীলবদের মধ্যে সমন্বিত ও সুসংহত দৃষ্টিভঙ্গির" জন্য সুপারিশ প্রদান করতে তুর্কি সরকারের এই সাবেক সিনিয়র কূটনীতিককে অনুরোধ করেছিলেন।
এই পদক্ষেপটি মার্চ মাসে নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব থেকে উঠে এসেছিল যাতে জাতিসংঘকে ১৭ নভেম্বরের মধ্যে তার সদস্যদের এ বিষয়ে মূল্যায়ন করে তথ্য দিতে বলা হয়েছিল।