অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার


লাহোরে নিজ বাসভবনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সংবাদদাতাদের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও তার বিরুদ্ধে চলমান মামলাগুলো নিয়ে কথা বলেন (৩ আগস্ট, ২০২৩)
লাহোরে নিজ বাসভবনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সংবাদদাতাদের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও তার বিরুদ্ধে চলমান মামলাগুলো নিয়ে কথা বলেন (৩ আগস্ট, ২০২৩)

পাকিস্তানের পুলিশ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আজ শনিবার গ্রেপ্তার করেছে। অবৈধভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে ফেডারেল আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই গ্রেপ্তারের ঘটনাটি ঘটে।

সরকার ও ইমরানের প্রতিনিধিরা জানান, ৭০ বছর‍ বয়সী জনপ্রিয় রাজনীতিককে দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোরে আটক করে কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদের একটি কারাগারে নেওয়া হচ্ছে।

নির্বাচনী আইনের বরাত দিয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন, আপিল আদালতে সিদ্ধান্ত পরিবর্তন না হলে এই অভিযোগের কারণে ইমরান আগামী ৫ বছর জাতীয় রাজনীতিতে অংশ নিতে পারবেন না। যার ফলে এ বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারাবেন তিনি।

ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ জানিয়েছে, তারা দ্রুত এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে।

পাকিস্তানের নির্বাচন কমিশন তদন্ত করে জানতে পারে, দেশটির সাবেক ক্রিকেট কিংবদন্তী ইমরান ২০১৮ থেকে ২০২২ মেয়াদে প্রধানমন্ত্রী থাকার সময় অবৈধভাবে রাষ্ট্রীয় উপহার সামগ্রী বিক্রি করেন। এই অপরাধে কারাদণ্ডে দণ্ডিত হন ইমরান।

শনিবার বিচারক ইমরানের অনুপস্থিতিতে রায় দেন, তার বিরুদ্ধে তথাকথিত তোশাখানা মামলায় আনা অভিযোগ প্রমাণ হয়েছে।

তোশাখানা হচ্ছে এক ধরনের কোষাগার, যেখানে সরকারী কর্মকর্তারা বিদেশী প্রতিনিধিদের কাছ থেকে যেসব উপহার পান, সেগুলো সংরক্ষণ করা হয়। কর্মকর্তারা চাইলে তোশাখানা প্রশাসনকে উপহার সামগ্রীর মূল্যের একটি সুনির্দিষ্ট অংশ পরিশোধ করে সেগুলো নিজেদের কাছে রেখে দিতে পারেন।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি “স্বেচ্ছায়” বিদেশ সফরের সময় পাওয়া উপহার সামগ্রী বিক্রি করে ৬ লাখ ৩৫ হাজার ডলার আয় করেন এবং বিষয়টি গোপন রাখেন। তিনি বারবার অন্যায় বিচারিক কার্যক্রমের অভিযোগ আনেন এবং এই মামলা প্রত্যাহারের দাবি জানান।

শনিবার তাকে আটকের আগে ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’এ (কিছুদিন আগেও টুইটার নামে পরিচিত) ভিডিও বার্তায় বলেন, “আমার গ্রেপ্তার প্রত্যাশিত এবং আমি গ্রেপ্তার হওয়ার আগে এই বার্তাটি রেকর্ড করছি।” তিনি তার সমর্থকদের “শান্ত, ধৈর্যশীল ও বলিষ্ঠ” থাকার অনুরোধ জানান।

এর আগে এক্স’এ দেওয়া অপর এক বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বলেন, “চলমান তোশাখানা মামলা নিয়ে জাতির উদ্দেশ্যে আমার বার্তা হল, আমাকে ন্যায়বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার থেকে বারবার বঞ্চিত করা হচ্ছে এবং নিজের পক্ষে এমন কী আমি সাক্ষীও হাজির করার অনুমতি পাইনি।”

তিনি আরও বলেন, “উচ্চতর আদালতকে অবশ্যই ন্যায়বিচারের এই লঙ্ঘন. যা এক ধরনের সামরিক কায়দার, ভুল বিচার থামানোর জন্য অবিলম্বে উদ্যোগ নিতে হবে, ।”

XS
SM
MD
LG