রাশিয়ার কর্তৃপক্ষ বলছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী বুধবার মস্কোকে লক্ষ্য করে নিক্ষেপ করা ইউক্রেনের দুটি ড্রোন ভূপতিত করেছে।
মস্কোর মেয়র সের্গি সোবিয়ানিন বলেন, রাজধানীর দক্ষিণে ডোমোদেডোভো অঞ্চলে এরিয়াল ড্রোনগুলোর একটি গুলি করে ভূপতিত করা হয়েছিল। অঞ্চলটি মস্কোর অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসস্থল। অন্যটি শহরের পশ্চিমে মিনস্ক হাইওয়ের কাছে ভূপতিত করা হয়।
সোবিয়ানিন বলেছেন, এই ঘটনায় কোনো আঘাত বা ক্ষয়ক্ষতি হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এটিকে “সন্ত্রাসী হামলা” ’র প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে।
মে মাসে ক্রেমলিনের ওপর একটি ড্রোন ধ্বংস করার পর থেকে মস্কো সন্দেহভাজন ইউক্রেনীয় ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। মস্কো কৃষ্ণ সাগরে রাশিয়ার বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক নৌ ড্রোন হামলার জন্য কিয়েভকে দায়ী করেছে।
ইউক্রেন সাধারণত এই ধরনের হামলার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার কোনটাই করে না।
পূর্ব ইউক্রেনের শহর পোকরোভস্কে রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়জন নিহত হওয়ার দুদিন পর বুধবারের সন্দেহভাজন হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান, ওই আক্রমণে দুই শিশুসহ ৮২ জন আহত হয়েছেন।
পোকরোভস্ক ডনেটস্ক অঞ্চলে অবস্থিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ শুরু করার পর থেকে এখানে তীব্র লড়াই হয়েছে। ডনেটস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন, দুটি ক্ষেপণাস্ত্র প্রায় ৪০ মিনিটের ব্যবধানে আবাসিক ভবন ধ্বংস করেছে, রেস্তোরাঁ, দোকান এবং প্রশাসনিক ভবন এবং বিদেশী সাংবাদিক, সহায়তা কর্মী ও সামরিক বাহিনীর কাছে জনপ্রিয় একটি হোটেলে আঘাত হেনেছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।