অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ায় মানবাধিকার লংঘন ও ক্ষেপনাস্ত্র কর্মসূচীর উপর আলোকপাত করা হবে জাতিসংঘে


উত্তর কোরিয়ার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রকাশিত এই ছবিতে দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার একটি অজানা স্থান থেকে হুয়াসং ১৮ ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে । ১৩ জুলাই ২০২৩(রয়টরের মাধ্যমে কেসিএনএ )
উত্তর কোরিয়ার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রকাশিত এই ছবিতে দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার একটি অজানা স্থান থেকে হুয়াসং ১৮ ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে । ১৩ জুলাই ২০২৩(রয়টরের মাধ্যমে কেসিএনএ )

উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সঙ্গে এর সম্পর্ক সম্বন্ধে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ১৭ আগস্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি উন্মুক্ত বৈঠকের আহ্বান জানিয়েছে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড সংবাদদাতাদের বলেন, “আমরা জানি ওই সরকারের মানবাধিকার লংঘন ও অপব্যবহার তাদের বেআইনি গণবিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচীকে এগিয়ে নিতে সুবিধা করে দেয়”।

উত্তর কোরিয়া এ বছর বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অসংখ্য আন্ত-মহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা সব সময় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জন্য কোরীয় উপত্যকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দোষারোপ করে এবং বলে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচীর উদ্দেশ্য হচ্ছে এটিকে প্রতিহত করা এবং তাদের শত্রুদের মনে ভীতি সঞ্চার করা।

যুক্তরাষ্ট্রের দূত বলেন, “ কিম সরকার তার নিজের দেশের নাগরিকদের এবং জাপান ও কোরীয় প্রজতন্ত্রসহ সদস্য রাষ্ট্রদের জনগণের বিরুদ্ধে প্রতিদিন যে ভয়ংকর অপরাধ করে চলেছে নিরাপত্তা পরিষদের উচিৎ হবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ”।

এ মাসে পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র ১৫ রাষ্ট্রবিশিষ্ট নিরাপত্তা পরিষদের সভাপতি হয়েছে এবং টমাস-গ্রিনফিল্ড বলেছেন এবারের মূল থিম হবে মানবাধিকার।

২০১৭ সালের পর এই প্রথম এই পরিষদ উত্তর কোরিয়ায় অধিকার বিষয়ে প্রকাশ্য অধিবেশন করছে । রাশিয়া ও চীন প্রায়ই এই যুক্তি দেখিয়ে থাকে যে মানবাধিকার বিষয় নিয়ে আলোচনার জন্য জতিসংঘের নিরাপত্তা পরিষদ যথার্থ স্থান নয়। কিন্তু যুক্তরাষ্ট্রের একজন জেষ্ঠ্য কর্মকর্তা বৃহস্পতিবার সংবাদদাতাদের বলেন অন্য কোন ফোরামে উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টক ক্ষেপণাস্ত্র আলোকপাত করেনা সে জন্যই এ ব্যাপারে নিরাপত্তা পরিষদকে অবহিত করা প্রয়োজন।

মস্কো ও বেইজিং এই বৈঠক আটকাতে বিষয়টির উপর ভোট নেয়ার আহ্বান জানাতে পারে। সে ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ১৫টি রাষ্ট্রের মধ্যে এই বৈঠক অনুষ্ঠানের পক্ষে ভোট দিতে হবে। যুক্তরাষ্ট্রের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন নিরাপত্তা পরিষদের সদস্যদের পর্যাপ্ত সমর্থন লাভের ব্যাপারে ওয়াশিংটন সুবিধাজনক অবস্থানে রয়েছে।

XS
SM
MD
LG