বুধবার ইকুয়েডরের প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে হত্যার ঘটনায় কলম্বিয়ার ছয়জন নাগরিককে গ্রেপ্তার করেছে ইকুয়েডর।
অপর একজন সন্দেহভাজন কলম্বিয়ার পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আহত হয়ে মারা গেছে।
ড্রাগ কার্টেলের বিরুদ্ধে কথা বলার জন্য পরিচিত ভিলাভিসেনসিও আগেই জানিয়েছিলেন যে, তিনি মৃত্যুর হুমকি পেয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতা বলেন, “জাতীয় পুলিশ এখন এই জঘন্য ঘটনার ক্রীড়নকদের প্রথমে গ্রেপ্তার করেছে।এই অপরাধের উদ্দেশ্য এবং এর পেছনের অপশক্তিকে খুঁজে বের করার জন্য পুলিশ তাদের সমস্ত অপারেটিভ এবং তদন্তের ক্ষমতা নিযুক্ত করবে।”
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো বলেন, এই হত্যাকান্ড ইকুয়েডরকে ২০ আগস্টের প্রেসিডেন্ট নির্বাচন থেকে বিরত রাখতে পারবে না।
গোলাগুলির তদন্তের জন্য লাসো ভিলাভিসেনসিওর এফবিআই-এর সহায়তা চেয়েছেন। শিগগিরই এফবিআই-এর একটি প্রতিনিধি দল সে দেশে যাবে বলে আশা করা হচ্ছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স এবং এপি থেকে নেয়া হয়েছে।