অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে নির্বাচন দেখভাল করতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ


১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে পেশোয়ারের এক বাজার থেকে ক্রেতারা জাতীয় পতাকা, ব্যাজ ও মাস্ক কিনছে। (১২ আগস্ট ২০২৩)
১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে পেশোয়ারের এক বাজার থেকে ক্রেতারা জাতীয় পতাকা, ব্যাজ ও মাস্ক কিনছে। (১২ আগস্ট ২০২৩)

রাষ্ট্র পরিচালনা ও আগামী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন দেখভাল করার জন্য পাকিস্তানে আনোয়ারুল হক কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পাকিস্তানের সিনেট সদস্য কাকার দেশটির সংসদের নিম্ন কক্ষে দক্ষিণ পশ্চিমাঞ্চলের দারিদ্র্যপীড়িত বেলুচিস্তানের প্রতিনিধিত্ব করেন। বলা হয়ে থাকে, তিনি দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর একজন মিত্র।

৫২ বছর বয়সী নতুন প্রধানমন্ত্রীর মূল দায়িত্ব হচ্ছে ‘মুক্ত ও স্বচ্ছ’ নির্বাচনের আয়োজন করা।

বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শনিবার জানান, জাতীয় পরিষদে বিরোধী দলের নেতা রাজা রিয়াজের সঙ্গে আলোচনা করে কাকারকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়।

পরবর্তীতে সাংবিধানিক আনুষ্ঠানিকতা হিসেবে এই মনোনয়নে সই করেন পাকিস্তানী প্রেসিডেন্ট আরিফ আলভি।

গত সপ্তাহে জাতীয় পরিষদের ৫ বছর মেয়াদ শেষে একে বিলুপ্ত ঘোষণা করেন শেহবাজ। এই উদ্যোগের মাধ্যমে পাকিস্তানের ৭৬ বছরের ঝঞ্ঝাবিক্ষুব্ধ গণতান্ত্রিক ইতিহাসে টানা তৃতীয়বারের মতোই নির্বাচিত সংসদ তার মেয়াদ পূর্ণ করতে সক্ষম হয়েছে।

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) সংসদ বিলুপ্তির পর মধ্য নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় ও প্রাদেশিক নির্বাচন আয়োজন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু চলতি গুজব হল, নির্বাচন আগামী বছর অনুষ্ঠিত হতে পারে।

সামরিক বাহিনীর সমর্থিত দল হিসেবে পরিচিত বেলুচিস্তান আওয়ামী পার্টির সদস্য কাকার ২০১৮ সালের সিনেট নির্বাচনের আগে পর্যন্ত প্রাদেশিক সরকারের প্রধান মুখপাত্রের দায়িত্ব পালন করেন।

XS
SM
MD
LG