অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ


২০২৩ সালের ১৪ আগস্টে পাকিস্তানের প্রেস ফ্রিডম ইনফরমেশন দফতরের তোলা ও প্রকাশিত এই ছবিতে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি (মাঝে) আনওয়ারুল হক কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করাচ্ছেন।
২০২৩ সালের ১৪ আগস্টে পাকিস্তানের প্রেস ফ্রিডম ইনফরমেশন দফতরের তোলা ও প্রকাশিত এই ছবিতে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি (মাঝে) আনওয়ারুল হক কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করাচ্ছেন।

পাকিস্তানের নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হলেন আনওয়ারুল হক কাকার।

সোমবার ইসলামাবাদে প্রেসিডেন্সিয়াল ভবনে এক অনুষ্ঠানে তাঁকে শপথ পাঠ করান দেশের রাষ্ট্রপতি আরিফ আলভি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

শনিবার বৈঠকের পর শরীফ ও বিরোধী দলনেতা রাজা রিয়াজ নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলভির সঙ্গে সহমত হন।

শপথ নেওয়ার আগে সেনেট থেকে কাকারের ইস্তফাপত্র সোমবার গ্রহণ করা হয়।

৫২ বছর বয়সী অন্তর্বর্তীকালীন এই প্রধানমন্ত্রী বালুচিস্তানের পাশতুন জনজাতি গোষ্ঠীভুক্ত। তিনি বালুচিস্তান আওয়ামি পার্টির সদস্য।

তত্ত্বাবধায়ক পদে আসন্ন নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় তা নিশ্চিত করার দায়িত্ব তার। কাকার এও সিদ্ধান্ত নেন যে, নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার জন্য তাকে তার প্রতিষ্ঠিত দল থেকে পদত্যাগ করতে হবে।

বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, তত্ত্বাবধায়কের ভূমিকায় কাকারই “সবচেয়ে যোগ্য ব্যক্তি”।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হল একটি অস্থায়ী পদ। যতদিন নির্বাচন না হয় এবং একজন নিয়মিত প্রধানমন্ত্রী নিযুক্ত না হন ততদিন তিনি দায়িত্ব পালন করেন। একজন তত্ত্বাবধায়ক রাজনীতিবিদ স্থিতাবস্থা বজায় রাখেন, শাসন করেন না। এটি কোনও নির্বাচিত পদ নয়।

XS
SM
MD
LG