অ্যাকসেসিবিলিটি লিংক

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো জর্জিয়ার গ্র্যান্ড জুরি


ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস, মাঝে, আটলান্টায় একটি সংবাদ সম্মেলনে ফুলটন কাউন্টি গভর্নমেন্ট সেন্টারে বক্তব্য রাখছেন। ( ১৪ আগস্ট, ২০২৩)
ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস, মাঝে, আটলান্টায় একটি সংবাদ সম্মেলনে ফুলটন কাউন্টি গভর্নমেন্ট সেন্টারে বক্তব্য রাখছেন। ( ১৪ আগস্ট, ২০২৩)

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গ্র্যান্ড জুরি সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ ১৮ জনকে ২০২০ সালের নির্বাচনে ফলাফল উল্টে দেবার প্রচেষ্টার অভিযোগে অভিযুক্ত করেছে।

সোমবার রাতে ট্রাম্পের বিরুদ্ধে যে ১৩টি অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে প্রতারণা, শপথ ভঙ্গ, জালিয়াতি ও ভুয়া দলিল দাখিলের ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধ।

'জালিয়াতির' অভিযোগ আনার কারণে জর্জিয়ার প্রসিকিউটরদের অবশ্যই প্রমাণ করতে হবে যে প্রাক্তন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল বাতিল করার পরিকল্পনার অংশ হিসাবে জর্জিয়ার দুই বা ততোধিক আইন লঙ্ঘন করেছিলেন।

ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ মার্ক মেডোস, ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি এবং বিচার বিভাগের সাবেক কর্মকর্তা জেফরি ক্লার্ককেও অভিযুক্ত করা হয়েছে।

ফুলটন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস সাংবাদিকদের বলেন, অভিযুক্তরা ২০২১ সালের জানুয়ারিতে শুরু হওয়া “ডনাল্ড জে ট্রাম্পকে প্রেসিডেন্টের মেয়াদে অবৈধ ভাবে আসীন রাখার লক্ষ্য অর্জনে” কাউন্টি এবং অন্যান্য জায়গায় একটি অপরাধমূলক উদ্যোগের অংশ।

অভিযোগপত্রে জর্জিয়ার কর্মকর্তাদের কাছে বারবার ভোটার জালিয়াতির দাবি করা, জর্জিয়ার আইনপ্রণেতাদের নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে যেতে ও ট্রাম্পের অনুকূলে ইলেক্টোরাল কলেজ ভোটারদের একটি স্লেট নিয়োগের চেষ্টা এবং ভোটের ডেটা চুরি করা সহ অসংখ্য অভিযোগের বিবরণ দেওয়া হয়েছে।

উইলিস জানান, এই মামলার বিচারের সময় নির্ধারিত বিচারকের বিবেচনার উপর নির্ভর করবে। তবে তার অফিস আগামী ছয় মাসের মধ্যে বিচারের প্রস্তাব দেবে। তিনি আরও বলেন, গ্র্যান্ড জুরি অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তার কার্যালয় তাদের ২৫ আগস্ট দুপুরের মধ্যে স্বেচ্ছায় আত্মসমর্পণের অনুমতি দিচ্ছে।

ট্রাম্প সোমবার তার ট্রুথ সোশ্যাল সাইটে বলেন, তিনি "নির্বাচনে কারচুপি করেননি" এবং মঙ্গলবার ভোরে অন্য একটি পোস্টে উইলিসকে "নিয়ন্ত্রণের বাইরে এবং অত্যন্ত দুর্নীতিগ্রস্ত" বলে অভিহিত করেছেন।

ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফেডারেল মামলা এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি মামলাতেও অভিযোগ আনা হয়েছে।

ট্রাম্প তার বিরুদ্ধে আনা সকল অভিযোগই অস্বীকার করেছেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া।

XS
SM
MD
LG