অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হিসেবে আফগানিস্তানের পুনরুত্থান


২০২৩ সালের ৬ জুন বাদাখশান প্রদেশের ফায়জাবাদ জেলায় রাস্তার ধারে একজন ব্যক্তি আত্মঘাতী হামলার স্থানটি অতিক্রম করছেন। ফাইল ছবি।
২০২৩ সালের ৬ জুন বাদাখশান প্রদেশের ফায়জাবাদ জেলায় রাস্তার ধারে একজন ব্যক্তি আত্মঘাতী হামলার স্থানটি অতিক্রম করছেন। ফাইল ছবি।

আফগানিস্তানে তালিবান দখলের দুই বছর পর এ ব্যাপারে ক্রমবর্ধমান সহমত রয়েছে যে দেশটি আবার সন্ত্রাসবাদী কার্যকলাপের আঁতুড়ঘরে পরিণত হচ্ছে। তবে এখনো তা পশ্চিমে পৌঁছাতে সক্ষম হয়নি।

অনেকের অনুমান, আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীর সংখ্যা প্রায় ২০টি, এমনকি আফগানিস্তানের কিছু প্রতিবেশী রাষ্ট্রও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এখানে তালিবান এবং বর্তমানে আফগানিস্তানে কার্যকলাপ চালানো প্রধান সন্ত্রাসী সংগঠনগুলোর ওপর আলোকপাত করা হচ্ছে;

তালিবান

ইসলামিক স্টেট খোরাসান প্রোভিন্স

আল-কায়েদা কোর

ভারত উপমহাদেশে আল-কায়েদা

হাক্কানি নেটওয়ার্ক

তেহরিক-ই-তালিবান পাকিস্তান

দ্য ইসলামিক মুভমেন্ট অফ উজবেকিস্তান

খাতিবা ইমাম আল-বুখারি

ইসলামিক জিহাদ গ্রুপ

ইস্টার্ন টার্কিশ ইসলামিক মুভমেন্ট/তুর্কিস্তান ইসলামিক পার্টি

জামাত আনসারুল্লাহ

লস্কর-ই-ইসলাম

হেজব-ই-ইসলামি

লস্কর-ই-তৈয়েবা

জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দলের জুনের একটি প্রতিবেদন অনুসারে, আইএস-খোরাসান প্রত্যন্ত অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে তালিবানের অক্ষমতা এবং তালিবানের শাসনের প্রতি ক্রমবর্ধমান অসন্তোষ উভয়কেই কাজে লাগিয়েছে।

জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দল তাদের জুনের প্রতিবেদনে বলেছে, তালিবান এবং আল-কায়েদার মধ্যকার ঘনিষ্ঠ যোগসূত্র “ঘনিষ্ঠ এবং সহানুভূতিশীল রয়েছে, আল-কায়েদা তালিবান শাসিত আফগানিস্তানকে নিরাপদ একটি আশ্রয়স্থল হিসেবে দেখছে।”

আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার অভিন্ন ২,৬৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে সর্বাধিক সক্রিয়, তেহরিক-তালিবান পাকিস্তান বা টিটিপি উভয় দেশে সন্ত্রাসী হামলার সাথে জড়িত একটি বিদ্রোহী গোষ্ঠী।

লস্কর-ই-তৈয়বা বা “পবিত্র সেনাবাহিনী” ১৯৯০-এর দশকে পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কখনো কখনো এটি জামাত-উদ-দাওয়া নামেও পরিচিত।

মুম্বাই হামলায় দোষী সাব্যস্ত সাইদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১ কোটি ডলার পুরস্কারের প্রস্তাব করছে। সাইদ ওই হামলার সাথে তার সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

আয়াজ গুল, প্যাটসি উইডাকুস্বরা এবং আনিটা পাওয়েল এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন।

XS
SM
MD
LG