জাতীয় ভাবে পরিচিত এক টেলিভিশন সাংবাদিকের অবস্থান অবিলম্বে প্রকাশ করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে একটি আন্তর্জাতিক গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থা। গত ১১ মে গ্রেফতারের পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।
ইমরান রিয়াজ খানের ইউটিউব সাবস্ক্রাইবার ৪০ লক্ষ। টুইটার, বর্তমানে এক্স-এ তার প্রায় ৫০ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। গ্রেপ্তারের ভয়ে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় মধ্যাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট বিমানবন্দরে তাকে আটক করে পুলিশ।
ইমরান রিয়াজ নামে পরিচিত এই সাংবাদিকের বিরুদ্ধে রিপোর্টিংয়ের মাধ্যমে মানুষকে সহিংসতায় প্ররোচিত করার অভিযোগ আনা হয়।
এক্সের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বলেছে, শনিবার ইমরান রীয়াজ খানের নিখোঁজ হবার ১০০ তম দিন পার হয়েছে। ১১ মে গ্রেপ্তারের পর থেকে আর দেখা যায়নি তাকে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গোষ্ঠীটি উল্লেখ করে, গণমাধ্যমের ওপর “বৃহত্তর দমনপীড়নের” মধ্যেও পাকিস্তানি কর্তৃপক্ষ রিয়াজকে আদালতে হাজির করতে বারবার ব্যর্থ হয়েছে। সিপিজে কর্তৃপক্ষকে অবিলম্বে তার অবস্থান এবং কোন পরিস্থিতিতে তাকে আটক করা হয়েছে তা প্রকাশ করার আহ্বান জানিয়েছে।
সিপিজে'র এশিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর বেহ লিহ ই ভয়েস অফ আমেরিকাকে বলেন, রিয়াজ নিখোঁজ থাকা “উদ্বেগজনক” এবং কর্তৃপক্ষকে তাকে খুঁজে বের করতে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।