এই মাসের শুরুর দিকে হাওয়াই দ্বীপপূঞ্জের মাউই দ্বীপে বিধ্বংসী দাবানলের পর, এখনো নিখোঁজ ৩৮৮ জনের নাম প্রকাশ করেছে পুলিশ।
বৃহস্পতিবার শেষ বেলায় প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে মাউই-এর পুলিশ প্রধান জন পেলেটিয়ার বলেন, তিনি বুঝতে পারছেন, যারা তাদের প্রিয়জনদের এখনো খোঁজ পাননি তাদের কাছে এই তালিকা হবে বিষাদময়। তবে, পুলিশ বিভাগ মনে করে এই তালিকা তদন্তের জন্য সহায়ক হতে পারে।
অবহিত করা প্রত্যেক নিখোঁজ ব্যক্তির নাম এবং যোগাযোগের তথ্য রয়েছে এই তালিকায়। তালিকায় কেউ যদি নিজের নাম খুঁজে পান বা তালিকায় থাকা কোনো ব্যক্তির বিষয়ে তথ্য যদি কারো জানা থাকে; তাদের মাউই পুলিশ বা এফবিআই-এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করেছেন পেলেটিয়ার।
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার প্যারাডাইসে দাবানলের পর, কর্মকর্তারা এমনই তালিকা প্রকাশ করেছিলেন। আর, সেই তালিকা প্রকাশের পর, এক মাসের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা ১৩০০ থেকে হ্রাস পেয়ে এক ডজনে কাছাকাছি নেমে এসেছিলো।
হালনাগাদ তথ্যে, মাউই কাউন্টির কর্মকর্তারা সোমবার বলেছেন, বিপর্যস্ত এলাকার সকল একতলা আবাসিক ভবনে অনুসন্ধান করা হয়েছে। এখন অনুসন্ধান-দলগুলো বহুতল আবাসিক ভবন ও বাণিজ্যিক ভবনে অনুসন্ধান কাজ পরিচালনা করছে।
পুলিশ বিভাগ বলেছে, ৮ আগস্টের দাবানলে মঙ্গলবার পর্যন্ত কমপক্ষে ১১৫ জনের মৃত্যু হয়েছে। আর অজ্ঞাত সংখ্যক লোক এখনো নিখোঁজ রয়েছে। এই পরিসংখ্যান, এই বিপর্যয়কে এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী বিপর্যয় হিসেবে চিহ্নিত করেছে।