২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উলটে দেয়ার ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিচার আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে। সোমবার একজন ফেডারেল বিচারক এ রায় দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ তানিয়া চুটকান ৪ মার্চ হাই-প্রোফাইল এই বিচারকার্যের তারিখ নির্ধারণ করেন, প্রসিকিউটর এবং বিবাদী আইনজীবীদের প্রস্তাবিত তারিখগুলো প্রত্যাখ্যান করেন।
প্রসিকিউশন চেয়েছিল, ডিসেম্বরে জুরি নির্বাচনের মাধ্যমে ২ জানুয়ারি যাতে কার্যক্রম শুরু হয়। ট্রাম্পের বিবাদী ফল এটি ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত স্থগিত রাখতে চেয়েছিল।
শুনানির সময় সংক্রান্ত চুটকানের রায় ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার মাঝামাঝি সময়ে ট্রায়ালের সময় ফেলেছে। ওই নির্বাচনে ট্রাম্প শীর্ষস্থানীয় রিপাবলিকান প্রার্থী। এটি সুপার টুয়েসডের প্রাক্কালে শুরু হবে। সে সময় ১২টির বেশি রাজ্যের ভোটাররা তাদের দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী বেছে নিতে ভোট দিতে যাবে।
ট্রাম্পের বিরুদ্ধে চারটি অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সরকারকে প্রতারণা করার ষড়যন্ত্র এবং আনুষ্ঠানিক কার্যক্রমে বাধা দেয়ার ষড়যন্ত্র।
আগস্টের শুরুতে আদালতে হাজিরা দেয়ার সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
ফ্লোরিডার একজন ফেডারেল বিচারক একটি মামলায় মে মাসে শুনানির তারিখ নির্ধারণ করেছেন। ওই মামলায় ট্রাম্প কার্যালয় ছেড়ে যাওয়ার পরে এবং ফেডারেল তদন্তে বাধা দেয়ার পরে তার ফ্লোরিডা এস্টেটে বেআইনিভাবে গোপন নথিপত্র রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। সেই মামলায়ও ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেছেন।
সোমবার আটলান্টার একজন ফেডারেল বিচারক ট্রাম্পের প্রাক্তন চিফ অফ স্টাফ মার্ক মিডোজের কাছ থেকে যুক্তি শুনবেন যে, মিডোজকে রাজ্য আদালতের পরিবর্তে ফেডারেল আদালতে অভিযোগের বিরুদ্ধে লড়াই করার অনুমতি দেয়া হবে কিনা। মার্ক মিডোজ জর্জিয়ার মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং এএফপি থেকে নেয়া হয়েছে।