সোমবার রাশিয়ার এফএসবি নিরাপত্তা সংস্থা বলেছে, ভ্লাদিভোস্টকে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের প্রাক্তন এক কর্মচারীকে ইউক্রেনের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়ার বিক্ষোভ সম্পর্কে তথ্য সংগ্রহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
এফএসবি-র এক বিবৃতিতে বলা হয়েছে, রবার্ট শোনভ ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার সামরিক যোগদান অভিযানসহ তথ্য সংগ্রহ করেছেন।
মে মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক শোনভের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেছিল, তার বিরুদ্ধে অভিযোগগুলো “সম্পূর্ণ ভিত্তিহীন”।
পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, শোনভ মস্কোতে যুক্তরাষ্ট্র দূতাবাসে পরিষেবা সরবরাহকারী বাইরের একটি সংস্থার দ্বারা নিযুক্ত হওয়ার আগে ২৫ বছরের বেশি সময় ধরে কনস্যুলেটে কাজ করেছেন।
সোমবার ইউক্রেনের সামরিক বাহিনী রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্রের হামলার কথা জানিয়েছে। অন্যদিকে রাশিয়া বলেছে, ইউক্রেন রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে।
ইউক্রেনের সামরিক জেনারেল স্টাফ বলেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, তবে তিনি আরও বলেন, পোলতাভা অঞ্চলে একটি বেসামরিক শিল্প স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, তারা মস্কোর দক্ষিণ-পূর্বে লিউবার্টসি অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করেছে।
রাশিয়ার রাজধানীর কাছে অন্যান্য যেসব এলাকায় সাম্প্রতিক ড্রোন হামলা হয়েছে সেসব এলাকার মতো এই অঞ্চলের বিমানবন্দরগুলোর ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল।
রাশিয়া ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে দুটি ড্রোন ধ্বংস করার কথাও জানিয়েছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।