অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাজা স্থগিত করলো আদালত


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান লাহোরে তার বাসভবনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার বিরুদ্ধে চলমান মামলা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। ( ৩ আগস্ট, ২০২৩)
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান লাহোরে তার বাসভবনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার বিরুদ্ধে চলমান মামলা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। ( ৩ আগস্ট, ২০২৩)

মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুর্নীতির সাজা স্থগিত করেছে দেশটির একটি আদালত। সেই সাথে তার তিন বছরের কারাদন্ডও। তবে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইসলামাবাদের উচ্চ আদালত ঐ সাজার বিরুদ্ধে ইমরান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়। তারা যুক্তি দিয়ে বলে, এটি অবৈধ এবং তার "যথাযথ প্রক্রিয়া এবং সুষ্ঠু বিচারের মৌলিক অধিকার" লঙ্ঘন করেছে।

৭০ বছর বয়সী এই রাজনীতিবিদকে চলতি মাসের শুরুতে রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং আয় গোপন করার অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। খান এসব অভিযোগ অস্বীকার করেছেন।

দোষী সাব্যস্ত হওয়ার পর পাকিস্তান নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আইনের অধীনে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিধিনিষেধ আরোপ করে।

মঙ্গলবারের রায়ে ইমরান খানকে জামিন দেওয়া হলেও সাবেক প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে দুর্নীতি ও হত্যাসহ আরও অনেক অভিযোগের মুখোমুখি হয়েছেন।

ইমরান খান অভিযোগ করেন, তাকে এবং তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) আগামী সাধারণ নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার উদ্দেশ্যেই এ সমস্ত আইনি চ্যালেঞ্জের মুখোমুখী হতে হচ্ছে তাকে। এর পিছনে দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর হাত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সামরিক বাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে।

গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে তার ও তার জোট সরকারের পতনের পর থেকে সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন চলছে ক্রিকেট তারকা থেকে রাজনীতিতে আসা জনপ্রিয় এই রাজনীতিবিদের।

XS
SM
MD
LG