রুশ প্রতিরক্ষা মন্ত্রক বলছে, মঙ্গলবার মস্কোর দক্ষিণে তাদের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ২টি ইউক্রেনীয় ড্রোনকে ভূপাতিত করেছে।
মন্ত্রক বলছে, তুলা অঞ্চলে এই ড্রোনগুলোকে ভূপাতিত করা হয়। এই হামলা সংশ্লিষ্ট কোনো ক্ষয়ক্ষতির বিবরণ দেয়নি মন্ত্রক।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রুটিন ড্রোন হামলা চালিয়েছে।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যেসব ড্রোন ব্যবহার করছে, সেগুলোর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের মূল সরবরাহকারী দেশ চীন। রাশিয়ার বিরুদ্ধে আরোপিত বিধিনিষেধ বিষয়ক আন্তর্জাতিক কার্যনির্বাহী পরিষদের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
এই পরিষদের সহ-সভাপতির দায়িত্বে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়েরমাক ও যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাক ফাউল, যিনি একইসঙ্গে ফ্রিম্যান স্পগলি ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের পরিচালক।
ইউক্রেনের বিরুদ্ধে হামলায় ব্যবহৃত ৩টি ড্রোন মডেলের জন্য রাশিয়া বিদেশে নির্মিত যন্ত্রাংশ, বিশেষত মাইক্রো ইলেকট্রনিক্সের ওপর বড় আকারে নির্ভরশীল।
প্রকাশিত প্রতিবেদন মতে, ড্রোন যন্ত্রাংশের ৬৭ শতাংশই এসেছে চীন থেকে। ১৭ শতাংশ হংকং হয়ে রাশিয়ায় এসেছে। তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত যথাক্রমে ৫ ও ২ শতাংশ যন্ত্রাংশ সরবরাহ করছে।
ড্রোনগুলোতে জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও অন্যান্য দেশের যন্ত্রাংশ, যেমন প্রসেসর, চিপ, ট্রানজিস্টার ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পাওয়া গেছে।
কার্যনির্বাহী পরিষদের বিশেষজ্ঞরা উৎপাদনকারীদের আহ্বান জানিয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়িয়ে যাতে রাশিয়া তাদের পণ্য জোগাড় করতে না পারে, সে বিষয়টির দিকে নজর দিতে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।