ভারতে ২০২৪-এর লোকসভা ভোটে মোদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের পক্ষে প্রস্তাব গ্রহণ করল বিজেপি বিরোধী ২৮ দলের জোট ‘ইন্ডিয়া’। তবে ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর মহারাষ্ট্রের মুম্বইয়ে বৈঠকে এই সক্রান্ত প্রস্তাবে রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখেই বলা হয়েছে, ‘যতটা সম্ভব জোট বেঁধে লড়াই’ করবে জোটের ২৮টি দল।
বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোট এবং ভোটের প্রস্তুতি নিয়ে নেতাদের দ্রুত পা চালানোর পরামর্শ দেন। মুম্বই রওনা হওয়ার আগে কলকাতায় দিন তিনেক আগে মমতা বলেছিলেন, মোদী সরকার ভোট এগিয়ে আনতে পারে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও একই কথা বলেন পাটনায়।
দুই নেতার বক্তব্য প্রাসঙ্গিক হয়ে উঠেছে বৃহস্পতিবার ৩১ অগাস্ট ইন্ডিয়া জোটের বৈঠক শুরুর দিনে কেন্দ্রীয় সরকার সংসদের বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত ঘোষণা করায়। আর শুক্রবার ১ সেপ্টেম্বর মোদী সরকার ‘এক দেশ এক ভোট’ ভাবনা বাস্তবায়নে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গড়েছে। এই ঘোষণার পর পরই বিজেপি সভাপতি জেপি নাড্ডা দেখা করেন প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে।
সংবাদ সূত্রের খবর, মমতা বৈঠকে বলেন, "আমাদের আরও দ্রুত লড়াইয়ে ঝাঁপাতে হবে। সরকারপক্ষ নামার আগে আমাদের নামতে হবে।" তৃণমূল নেত্রী প্রস্তাব করেন, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন ইন্ডিয়া জোটের ইস্তাহার প্রকাশ করে দেওয়া হোক। বৈঠকে ঠিক হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব যৌথ কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের বড় শহরগুলিতে হবে জনসভা। রাহুল গান্ধীর চালু করা স্লোগান, ‘ভারত জুড়েগা, ইন্ডিয়া জিতেগা’-কে জোটের থিম করা হবে।