রাশিয়া মঙ্গলবার বলছে তাদের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার রাজধানীতে হামলা চালানোর উদ্দেশ্যে পাঠানো ৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ড্রোনগুলো মস্কোর ইসত্রা জেলা, কালুগা ও তিভের অঞ্চলে ভূপাতিত করা হয়।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, দালান থেকে ধসে পড়া পাথরের আঘাতে ইসত্রা জেলায় একটি ভোক্তা সেবাদান কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ কর্মকর্তারা জানান, কোনো হতাহতের সংবাদ জানা যায়নি।
রুশ পররাষ্ট্র মন্ত্রক আরও বলছে, মঙ্গলবার তারা ক্রাইমিয়া উপদ্বীপের ওপর দিয়ে উড়ে আসা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এ অঞ্চলটি ২০১৪ থেকে রাশিয়ার দখলে আছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু পর থেকে ইউক্রেন নিয়মিত রুশ ভূখণ্ডে হামলা চালাতে ড্রোন ব্যবহার করে আসছে।
ইউক্রেনের প্রতিরক্ষা উপমন্ত্রী হান্না মালিয়ার সোমবার বলেন, ইউক্রেনীয় বাহিনী ঝাপোরিঝঝিয়ার দক্ষিণাঞ্চলের নভোদানিলিভকা ও নভোপ্রকোপিভকা গ্রামের আশেপাশে অগ্রসর হয়েছে।
তিনি আরও জানান, জুন থেকে পালটা হামলা শুরু করার পর ইউক্রেন বাখমুতের আশেপাশে এলাকা থেকে ৪৭ বর্গকিলোমিটার অধিকৃত ভূখণ্ডের দখল ফিরে পেয়েছে।
এই প্রতিবেদনের কিছু অংশ এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।