সোমবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেছেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ৫ বছরের মধ্যে নগদ অর্থের অভাবে থাকা পাকিস্তানে ২৫ বিলিয়ন ডলার করে বিনিয়োগ করবে।
আনোয়ার-উল-হক কাকার সোমবার গভীর রাতে ইসলামাবাদভিত্তিক বিদেশী সাংবাদিকদের একটি দলকে বলেন, খনি ও খনিজ, কৃষি, প্রতিরক্ষা উৎপাদন এবং তথ্য প্রযুক্তির মতো বিভিন্ন খাত এই বিনিয়োগ পাবে। তিনি এর বিস্তারিত কিছু বলেননি।
প্রধানমন্ত্রী বলেছেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ সুবিধা কাউন্সিল বা এসআইএফসি-র তত্ত্বাবধানে পাকিস্তানে সরাসরি বিদেশী বিনিয়োগ বৃদ্ধির জন্য নতুন একটি “অর্থনৈতিক পুনরুজ্জীবনের কৌশল” এর অংশ।
জুন মাসে প্রতিষ্ঠিত এই কাউন্সিলে পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্ব রয়েছেন।
পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে ব্যবসায়ী সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশে বক্তব্য দেয়ার এক দিন পর কাকার বক্তব্য রাখেন। তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে ১ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ আকৃষ্ট করার জন্য এসআইএফসি-র সম্ভাবনার ওপর জোর দেন।
সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা কাকারের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
সোমবার কথা বলার সময় কাকার তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই নামে পরিচিত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরোধী দলের বিরুদ্ধে চলমান অভিযানের পক্ষ সমর্থন করেন।
সেনাবাহিনীর নেতৃত্বে হামলায় মে মাসে রাস্তায় বিক্ষোভ করার অভিযোগে হাজার হাজার পিটিআই সমর্থক এবং নেতাদেরকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীরা কয়েকটি সেনা স্থাপনা ভাংচুর করে।
কাকার এই সহিংসতাকে সামাজিক শৃঙ্খলার ওপর আক্রমণ বলে নিন্দা জানান।