অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ার নিকেলের জন্য যুক্তরাষ্ট্রের ট্যাক্স ক্রেডিটের ওপর আলোকপাত করেছেন হ্যারিস এবং উইডোডো


ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের সোরোওয়াকোতে কারখানায় নিকেল গলানো হচ্ছে। ৩০ মার্চ, ২০২৩। ফাইল ছবি।
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের সোরোওয়াকোতে কারখানায় নিকেল গলানো হচ্ছে। ৩০ মার্চ, ২০২৩। ফাইল ছবি।

ইন্দোনেশিয়ার প্রস্তাবিত একটি সীমিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) যা ইলেক্ট্রিক যান (ইভি) উৎপাদনে ব্যবহৃত নিকেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যগুলোকে যুক্তরাষ্ট্রের ট্যাক্স ক্রেডিট থেকে উপকৃত হওয়ার অনুমোদন দেবে সেটি বুধবার ইন্দোনেশিয়ার জাকার্তায় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর মধ্যকার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।

এর উল্লেখযোগ্য জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বান্ধব জ্বালানি আইন, মুদ্রাস্ফীতি হ্রাস আইনের অধীনে বাইডেন প্রশাসন ইভি উৎপাদন এবং বিক্রয়কে উৎসাহিত করতে বিলিয়ন ডলারের ট্যাক্স ক্রেডিট সরিয়ে রেখেছে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের জন্য যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া ইভিগুলোর ব্যাটারি উৎপাদনের জন্য ব্যবহৃত খনিজগুলোর ৪০ শতাংশ অবশ্যই যুক্তরাষ্ট্রে বা এর একটি মুক্ত বাণিজ্য অংশীদারের মধ্যে নিষ্কাশন বা প্রক্রিয়াজাত করতে হবে।

পৃথিবীর বৃহত্তম নিকেলের মজুদকারি ইন্দোনেশিয়া তার দেশীয় ইভি এবং ব্যাটারি শিল্পের বিকাশের জন্য উদ্বিগ্ন। সরবরাহ নিশ্চিত করতে এবং দেশীয় প্রক্রিয়াকরণ প্ল্যান্টের জন্য বিনিয়োগ আকর্ষণ করতে তারা নিকেল আকরিকের রপ্তানি বন্ধ করে দিয়েছে।

তবে ইন্দোনেশিয়ার খনি এবং পরিশোধন শিল্প মূলত চীনা কোম্পানিগুলোর বিনিয়োগের ওপর নির্ভরশীল এবং পরিবেশগত উদ্বেগের সম্মুখীন। তাই যুক্তরাষ্ট্রের বাজারে এর প্রবেশাধিকার সীমিত।

জাকার্তা কয়েক মাস ধরে ওয়াশিংটনকে জটিল খনিজ নিয়ে একটি চুক্তির জন্য চাপ দিয়েছে। এটি সমুদ্র এবং বিনিয়োগ বিষয়ক সমন্বয়কারী মন্ত্রী লুহুত পান্ডজাইতানের নেতৃত্বে একটি প্রচেষ্টা। তিনি বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং আমেরিকান শিল্প কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন।

ভয়েস অফ আমেরিকার ইন্দোনেশিয়া বিভাগের ইভা ম্যাজরিয়েভা এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন।

XS
SM
MD
LG