বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়া রাতভর সুমি এবং ওডেসা অঞ্চলে আক্রমণের জন্য যে ৩৩টি ড্রোন নিক্ষেপ করেছিল, তাদের বিমান প্রতিরক্ষা সেগুলোর ২৫টিকে ধ্বংস করেছে।
ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেন, ৫ দিনের মধ্যে চতুর্থবারের মতো ইজমাইল এলাকায় রাশিয়ার হামলায় একজন আহত হয়েছে।
কিপার বলেন, হামলায় বন্দরের অবকাঠামো এবং একটি প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা রোস্তভ অঞ্চলে দুটি ইউক্রেনীয় ড্রোন, ব্রায়ানস্কে একটি এবং মস্কোর উপকণ্ঠে আরেকটি ড্রোন ধ্বংস করেছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে বলেন, রামেনস্কি জেলায় বিধ্বস্ত একটি ড্রোন থেকে ধ্বংসাবশেষ পড়লেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৃহস্পতিবার নতুন প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, “স্বচ্ছতা এবং বিশ্বাস” একটি অগ্রাধিকার।
জেলেন্সকি ওলেক্সি রেজনিকভের স্থলাভিষিক্ত করার জন্য উমেরভকে বেছে নিয়েছেন। উমেরভ রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের প্রতিক্রিয়ায় পশ্চিমা সামরিক সহায়তা সুরক্ষিত করতে সাহায্য করেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রকে দুর্নীতির অভিযোগের পরে নেতৃত্বের এই পরিবর্তন আনা হলো। রেজনিকভ এই অভিযোগকে একটি স্মিয়ার ক্যাম্পেইন বলে প্রত্যাখ্যান করেছেন।
নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে বলেছেন, ইউক্রেনীয় বাহিনী ধীরে ধীরে তাদের অঞ্চল পুনর্দখল করছে এবং তাদের পাল্টা আক্রমণ রাশিয়ার প্রতিরক্ষা ভাঙছে।।
নেটো প্রধান আরও বলেন, তিনি আশা করেন তুরস্কের সংসদে অক্টোবরে যখন আইনপ্রণেতারা আবার মিলিত হবে তখন “যত দ্রুত সম্ভব” জোটে সুইডেনের যোগদান অনুমোদন করবে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।