অ্যাকসেসিবিলিটি লিংক

মরক্কোয় ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষের প্রাণহানি, নতুন করে আফটার শক


উদ্ধারকারী দলের সদস্যরা মরক্কোর মারাকেশের নিকটবর্তী ওয়ারগান গ্রামে ভূমিকম্পে নিহত এক ব্যক্তির লাশ বহন করছে। ( ৯ সেপ্টেম্বর, ২০২৩
উদ্ধারকারী দলের সদস্যরা মরক্কোর মারাকেশের নিকটবর্তী ওয়ারগান গ্রামে ভূমিকম্পে নিহত এক ব্যক্তির লাশ বহন করছে। ( ৯ সেপ্টেম্বর, ২০২৩

ভূমিকম্পের পর হওয়া ৩ দশমিক ৯ মাত্রার আফটারশক রবিবার মরক্কোবাসীকে কাঁপিয়ে দিয়েছে। যদিও উদ্ধারকারীরা শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্পে গ্রামগুলোর ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজে বের করার কাজ করছেন। ঐ ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ৬ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এক শতাব্দীর মধ্যে এটিই দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। উদ্ধার প্রচেষ্টার গতি বেশ ধীর হলেও সরকার আরও উদ্ধারকর্মীদের সহায়তা করার জন্য দেশে প্রবেশের অনুমতি দিচ্ছে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন মরক্কোর অনেক নাগরিক।

রেসকিউয়ার্স উইদাউট বর্ডারসের প্রতিষ্ঠাতা আরনাউড ফ্রেইস বলেছেন, "আমরা জানি মানুষকে বাঁচানোর জন্য ভবনের ধ্বংসাবশেষের নীচে খনন করা খুব জরুরি। ধ্বংসস্তূপের নিচে মানুষ মারা যাচ্ছে এবং আমরা তাদের বাঁচাতে কিছুই করতে পারছি না।“ মরক্কো যাওয়ার অনুমোদনের অপেক্ষায় তার দল প্যারিসে আটকে ছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সিএনএনকে বলেন, উদ্ধার কাজে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে মরক্কোর সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বলেন, "আমরা যেতে প্রস্তুত।”

শুক্রবারের ভূমিকম্পে অনুপযোগী ভবনগুলি ভেঙে পড়ে, লোকেরা ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে এবং অন্যরা আতঙ্কে পালিয়ে যায়। স্পেনের দক্ষিণাঞ্চলের হুয়েলভা ও জেন পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ২,০১২ জন নিহত এবং ২,০৫৯ জন আহত হয়েছে। এদের মধ্যে ১,৪০৪ জনের অবস্থা আশঙ্কাজনক। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া।

XS
SM
MD
LG