সোমবার মরক্কোতে ২,১০০ জনের বেশি মানুষের প্রাণহানি হওয়া শক্তিশালী ভূমিকম্পের পরে যারা বেঁচে আছে, উদ্ধারকারীরা তাদের সন্ধান করছে।
সরকার বলেছে, ব্রিটেন, স্পেন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের অনুসন্ধান দলগুলো আটলাস পর্বতমালার গ্রামগুলোর ধ্বংসস্তূপ খননের প্রচেষ্টায় যোগ দিচ্ছে।
শুক্রবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে বিপুল সংখ্যক মানুষ নিহত হন। ২,৪০০ জনের বেশি মানুষ আহত হন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
জাতিসংঘের অনুমান, ৩ লাখ মানুষ ভূমিকম্পের অধীনে ক্ষতিগ্রস্ত হয়। এটি গত ১০০ বছরে মরক্কোতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল। উদ্ধার প্রচেষ্টার গতি ধীর ছিল। মরক্কোর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছিল যে, সরকার দেশে আরও উদ্ধারকর্মীকে সহায়তা করার অনুমতি দিচ্ছে না।
রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদেরকে বলেন, তার প্রশাসন মরক্কোকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
ভূমিকম্পের ধ্বংসযজ্ঞে যারা গৃহহীন হয়ে পড়েছিল তারা রবিবার টানা তৃতীয় রাতে বাইরে ঘুমিয়েছিল।
বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ রবিবার থেকে তিন দিনের জাতীয় শোক পালনের নির্দেশ দিয়েছেন। দেশজুড়ে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সেনাবাহিনী বিশেষ অনুসন্ধান এবং উদ্ধারকারী দলকে একত্রিত করে। বাদশাহ বাড়িঘর হারানো মানুষদের পানি, খাদ্য, রেশন এবং আশ্রয় প্রদানের নির্দেশ দেন।
তিনি দেশজুড়ে মসজিদগুলোতে রবিবার নিহতদের জন্য প্রার্থনা করার আহ্বান জানান। নিহতদের অনেককে বিপুল উদ্ধারকাজের মধ্যে শনিবার সমাহিত করা হয়।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।