অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা নিয়ে উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া


২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর তোলা এই ছবিটি উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি ১৪ সেপ্টেম্বর প্রকাশ করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন (মাঝখানে-ডানে) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (মাঝখানে-বামে) রাশিয়ার আমুর অঞ্চলের ভোস্টোচনি কসমোড্রোমে সফর করছেন।
২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর তোলা এই ছবিটি উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি ১৪ সেপ্টেম্বর প্রকাশ করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন (মাঝখানে-ডানে) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (মাঝখানে-বামে) রাশিয়ার আমুর অঞ্চলের ভোস্টোচনি কসমোড্রোমে সফর করছেন।

দক্ষিণ কোরিয়া দুঃখ প্রকাশ করেছে যে, রাশিয়া এবং উত্তর কোরিয়া তাদের নেতাদের বৈঠকে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। সোওল পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যে যৌথ সামরিক মহড়ার সম্ভাবনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে গভীর উদ্বেগের ওপর জোর দিয়ে আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে তার ভাষণে ব্যাপারটি উল্লেখ করবেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার সর্বাধুনিক মহাকাশ বন্দর ভোস্টোচনি কসমোড্রোমে আলোচনার একদিন পর সোওল রাশিয়ার কূটনীতিকদের সাথে বৈঠকের চেষ্টা করছে।

পিয়ংইয়ং-এর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুতিন উত্তর কোরিয়া সফরের জন্য কিমের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মতে,পুতিনের সাথে কিমের বৈঠকের সময় “আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নসহ বিভিন্ন সামরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়েছে” এই বিষয়ে দক্ষিণ কোরিয়া “পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে”।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার কিম রাশিয়ার শহর কমসোমলস্ক-অন-আমুরে সামরিক ও বেসামরিক বিমান চলাচল কারখানা পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে,তারা রাশিয়ার দূরপ্রাচ্যে কিমের সময়সূচী এবং জুলাই মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর পিয়ংইয়ং সফরের সময় রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার প্রস্তাবিত সম্ভাব্য নৌ মহড়ার দিকে নিবিড় ভাবে নজর রাখছে।

লি জুহাইয়ুন এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG