অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়ার মধ্যাঞ্চলে আত্মঘাতী বোমা হামলা, বেঁচে গেছেন আঞ্চলিক রাজ্যের প্রেসিডেন্ট


সোমালিয়ার মধ্যাঞ্চলীয় গালমুদুগ রাজ্যের প্রশাসনিক রাজধানী ধুসামারেব-এর দৃশ্য; (ফাইল ফটো) ২৩ ডিসেম্বর ২০১৯।
সোমালিয়ার মধ্যাঞ্চলীয় গালমুদুগ রাজ্যের প্রশাসনিক রাজধানী ধুসামারেব-এর দৃশ্য; (ফাইল ফটো) ২৩ ডিসেম্বর ২০১৯।

সোমালিয়ার মধ্যাঞ্চলের একটি গ্রামে শুক্রবার এক বোমা-বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় সোমালিয়ার গালমুদুগ রাজ্যের প্রেসিডেন্ট অক্ষত থাকলেও, দুই ফেডারেল আইনপ্রণেতা আহত হন। এ কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা।

আল-শাবাব জঙ্গি গোষ্ঠী বলেছে, তারা এই আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছে। ধারণা করা হচ্ছে আঞ্চলিক রাজ্যের প্রেসিডেন্ট আহমেদ আবদি কারিয়ে-কে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। আহমেদ আবদি কারিয়ে করকর নামেও পরিচিত।

গালমুদুগ আঞ্চলিক বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মেদ নুর আলি গদর ভিওএ-কে বলেছেন, যখন বিস্ফোরণ ঘটে, তখন কর্মকর্তারা মুদুগ অঞ্চলের ছোট গ্রাম লাস-গা’আম-এ অবস্থান করছিলেন।

এই সামিরক কমান্ডার আরো বলেন, “বোমা ভর্তি আত্মঘাতী গাড়ির ওপর গুলি চালিয়ে আমাদের বীর সৈন্যরা হামলাকে বানচাল করে দেন। গাড়িটি দ্রুত গতিতে গ্রামের মাঝখানে প্রবেশের চেষ্টা করেছিলো। হামলাকারীকে গুলি করে হত্যা করা হয় এবং তার গাড়ি-বোমাটি বিস্ফোরিত হয়।”

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা যে অতিথিশালায় অবস্থান করছিলেন, সেই অতিথিশালা থেকে প্রায় ৩০০ মিটার দূরে গাড়ি-বোমাটি বিষ্ফোরিত হয়।

গালমুদুগের তথ্যমন্ত্রী আবশির আবদি শিখো বলেন, তিনজন সরকারি সৈন্য নিহত হয়েছেন এবং আইনপ্রণেতাদের সঙ্গে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আইনপ্রণেতা আবদিসালাম হাজি ধাবনকাদ বলেন, বিস্ফোরণের পর, দেয়ালের ভাঙা টুকরো তাদের ওপর পড়ায় তিনি ও সিনেটর আবদি হাসান কায়েবদিদ সামান্য আহত হন।

রেকর্ডম করা এক ভিডিও বার্তায় গালমুদুগের প্রেসিডেন্ট কারিয়ে বলেন যে আল-শাবাবের হামলা ব্যর্থ হয়েছে।

কারিয়ে আরো বলেন, “এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা ব্যর্থ হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ। আমরা নিরাপদ ও সুস্থ আছি। এই ধরনের হামলা দেখিয়ে দিচ্ছে, যুদ্ধে তারা কতটা বেপরোয়া এবং আগামী দিনে আল-শাবাবের বিরুদ্ধে যুদ্ধে, সরকারের উল্লেখযোগ্য (অগ্রগতি) বিষয়ে আপনারা জানবেন।”

XS
SM
MD
LG