সন্ত্রাসবাদ ও অন্যান্য নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে নয় দিন বন্ধ রাখার পর শুক্রবার পাকিস্তান ভূ-বেষ্টিত আফগানিস্তানের সঙ্গে প্রধান তোরখাম সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দিতে প্রস্তুত। উভয় দেশের কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন।
কাবুলে ইসলামাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৃহস্পতিবার এক বৈঠকে তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রতিশ্রুতি দেন যে, পাকিস্তানের বিরুদ্ধে কোনও রকম সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ চালাতে আফগান মাটিকে ব্যবহৃত হতে দেবেন না তাঁরা। এই প্রতিশ্রুতির পরই তোরখাম সীমান্ত ক্রসিং খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিচয় গোপন রাখার শর্তে এক পাকিস্তানি কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বিষয়টি জানিয়েছেন। প্রকাশ্যে মিডিয়ার সঙ্গে যোগাযোগ করার অনুমতি তাঁর নেই।
মুত্তাকির দফতর জানিয়েছে, পাকিস্তানি রাষ্ট্রদূত উবাইদ নিজামানির সঙ্গে বৈঠকে তাঁরা সীমান্ত বন্ধ রাখা এবং পাকিস্তানে আফগান শরণার্থী ও ব্যবসায়ীদের সমস্যা নিয়ে আলোচনা করেছেন। এই বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষই এই সমস্যাগুলির সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। তবে, বিস্তারিত কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবার দিনে আরও পরের দিকে তালিবানি সরকারি সংবাদ সংস্থা সিনিয়র সীমান্ত কর্মকর্তা এসমাতুল্লাহ ইয়াকুবকে উদ্ধৃত করে। পাকিস্তানের হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া রোগীসহ আফগান যাত্রীদের তিনি বলেন, তোরখাম গেট "শুক্রবার সকালে যাত্রী ও পরিবহনের জন্য খুলে দেওয়া হবে।"
এক পাকিস্তানি সীমান্ত নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, তোরখাম গেট দিয়ে পথচারী এবং যানবাহন চলাচলের সুবিধার্থে সমস্ত অভিবাসন ও নিরাপত্তা কর্মীদের শুক্রবার ভোরে দায়িত্বে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।