অ্যাকসেসিবিলিটি লিংক

বন্দি বিনিময়ের আওতায় ইরানে আটক আমেরিকানরা দেশে ফিরেছেন


যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি বন্দি বিনিময় চুক্তিতে মুক্তি পাওয়ার পরে এবং ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর ভার্জিনিয়া ফোর্ট বেলভোয়ারে পৌঁছানোর পরে পরিবারের সদস্যরা মুক্তিপ্রাপ্ত আমেরিকান এমাদ শার্গিকে জড়িয়ে ধরেন।
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি বন্দি বিনিময় চুক্তিতে মুক্তি পাওয়ার পরে এবং ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর ভার্জিনিয়া ফোর্ট বেলভোয়ারে পৌঁছানোর পরে পরিবারের সদস্যরা মুক্তিপ্রাপ্ত আমেরিকান এমাদ শার্গিকে জড়িয়ে ধরেন।

একটি চুক্তির অংশ হিসেবে কয়েক বছর ধরে ইরানে আটক থাকার পর মুক্তি পাওয়া আমেরিকানদের একটি দল মঙ্গলবার ওয়াশিংটনে পৌঁছেছে। ওই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রের অপরাধ সংঘটনের অভিযোগে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত পাঁচজন ইরানিও মুক্তি পায়।

প্রিয়জনেরা আমেরিকানদের অভ্যর্থনা জানায়; তারা উল্লাসে মেতে ওঠে, ভোর হবার আগেই বিমান থেকে নামার সময় তাদেরকে জড়িয়ে ধরতে ছুটে যায়।

সিয়ামক নামাজি, এমাদ শারগি এবং মোরাদ তাহবাজসহ আরও দুজন আমেরিকান বন্দি যাদের পরিচয় তাদের পরিবারের অনুরোধে গোপন রাখা হয়েছে, তারা দোহায় প্রথমে যাত্রা বিরতির পরে সোমবার কাতার ত্যাগ করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, মুক্তি পাওয়া আমেরিকানরা “বছরের পর বছর ধরে যন্ত্রণা,অনিশ্চয়তা এবং কষ্ট সহ্য করার পর প্রিয়জনদের সাথে পুনরায় মিলিত হবেন।”

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, সোমবারের বন্দি বিনিময় হতে পারে “আমাদের এবং আমেরিকার মধ্যে মানবিক কার্যক্রমের দিকে একটি পদক্ষেপ।”

.চুক্তিতে যুক্তরাষ্ট্রকে দেশটির নিষেধাজ্ঞার অধীনে স্থগিত ইরানি তহবিলের মধ্যে ৬শ কোটি ডলার দক্ষিণ কোরিয়ার অ্যাকাউন্ট থেকে কাতারের অ্যাকাউন্টে স্থানান্তর করার অনুমোদনও অন্তর্ভুক্ত ছিল। এই তহবিল শুধুমাত্র মানবিক উদ্দেশ্যে যেমন খাদ্য, ওষুধ এবং কৃষি পণ্যের জন্য ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

চুক্তিতে সম্মত হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেশ কয়েকজন রক্ষণশীল আইনপ্রণেতা বাইডেনের সমালোচনা করেছেন। তাদের বক্তব্য, ছয়শো কোটি ডলার অবমুক্ত করার অর্থ এটি জিম্মিদের জন্য প্রদেয় “মুক্তিপণ”। এই অর্থ ইরানকে তাদের পারমাণবিক অস্ত্র ব্যবস্থা বিকাশে সহায়তা করবে, মানবিক উদ্দেশ্যে এই অর্থ ব্যবহৃত হবে না।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG