অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র-কেনিয়া প্রতিরক্ষা সম্পর্কের প্রশংসা করেছেন অস্টিন


কেনিয়ার নাইরোবিতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড জে অস্টিন (বামে) এবং কেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডেল ডুয়েল; ২৫ সেপ্টেম্বর ২০২৩।
কেনিয়ার নাইরোবিতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড জে অস্টিন (বামে) এবং কেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডেল ডুয়েল; ২৫ সেপ্টেম্বর ২০২৩।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার কেনিয়ার মান্দা বে-তে অবস্থিত ক্যাম্প সিম্বায় দুই দেশের সেনাদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র এবং কেনিয়ার বাহিনীর মধ্যে “দৃঢ় সম্পর্ক” রয়েছে বলে উল্লেখ করেন এবং তিনি এই সম্পর্কের প্রশংসা করেন।

যুক্তরাষ্ট্র এবং কেনিয়া সোমবার পাঁচ বছরের জন্য একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির লক্ষ্য হলো, পূর্ব আফ্রিকায় সন্ত্রাস দমন প্রচেষ্টা জোরদার করা এবং হাইতিতে নিরাপত্তা মিশনে নেতৃত্ব দেয়ার জন্য কেনিয়ার প্রচেষ্টাকে সমর্থন করা।

অস্টিন বলেন, যুক্তরাষ্ট্র “এই অঞ্চলে এবং বিশ্বজুড়ে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্বের জন্য কেনিয়ার প্রতি কৃতজ্ঞ”। আর, হাইতিতে অপরাধী চক্রের সহিংসতা মোকাবেলায়, একটি বহুজাতিক নিরাপত্তা বাহিনীর নেতৃত্ব দিতে আগ্রহ প্রকাশের জন্য কেনিয়াকে ধন্যবাদ জানায় যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, বাইডেন প্রশাসন গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের পার্শ্ব বৈঠক হাইতি মিশনের জন্য প্রতিশ্রুত ১০ কোটি ডলারের তহবিল অনুমোদনের জন্য কংগ্রেসের সঙ্গে আলোচনা করবে।

কেনিয়ার উদাহরণ অনুসরণ করে, হাইতিতে পরিকল্পিত বহুজাতিক নিরাপত্তা মিশনে আরো কর্মী, সরঞ্জাম, সহায়তা, প্রশিক্ষণ ও তহবিল সরবরাহ করতে অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন অস্টিন।

২০২১ সালে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোয়েস-এর হত্যাকাণ্ডের পর দেশটিতে অপরাধী চক্রের সহিংতা বেড়ে যায়। এর পর সহিংসতা দমনের জন্য কেনিয়া হাইতিতে এক হাজার নিরাপত্তা কর্মকর্তা পাঠানোর প্রতিশ্রতি দেয়।জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এখনো ঐ নিরাপত্তা মিশন অনুমোদন করেনি। হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি গত অক্টোবরে এই নিরাপত্তা অনুমোদনের জন্য জাতিসংঘের প্রতি অনুরোধ জানিয়েছিলেন।

XS
SM
MD
LG