অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার(আইএইএ)বোর্ড অফ গভর্নরের সদস্য হলো ইউক্রেন


নীয় বাসিন্দারা ইউক্রেনের খার্কিভ অঞ্চলের কুপিয়ানস্কের ক্ষতিগ্রস্ত দোকান এবং ভবনগুলির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ( ২৮ সেপ্টেম্বর, ২০২৩)
নীয় বাসিন্দারা ইউক্রেনের খার্কিভ অঞ্চলের কুপিয়ানস্কের ক্ষতিগ্রস্ত দোকান এবং ভবনগুলির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ( ২৮ সেপ্টেম্বর, ২০২৩)

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৃহস্পতিবার তার দৈনিক ভাষণে বলেছেন, ইউক্রেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নরের সদস্যপদ লাভ করেছে।

জেলেন্সকি আরও বলেন, "এটি আমাদের আন্তর্জাতিক নিরাপত্তার ভূমিকাকেই কেবল তুলে ধরে না, সেই সাথে ইউক্রেনকে আইএইএ'র সকল সদস্য এবং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধ্যতামূলক সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করার প্রকৃত সুযোগ প্রদান করে।”

তিনি বলেন আঞ্চলিক পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে তার রুশ দখলদারদের হাত থেকে মুক্ত করার জন্য ইউক্রেন যথাসাধ্য চেষ্টা করবে যাতে ইউরোপকে রাশিয়ার বিকিরণ ব্ল্যাকমেইল থেকে নিরাপদে রাখা যায়।

শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সম্পর্কে তাদের দৈনিক গোয়েন্দা আপডেটে বলেছে, ওয়াগনার গ্রুপের সাথে পূর্বে যুক্ত শত শত যোদ্ধা "সম্ভবত ব্যক্তিগতভাবে এবং ছোট ছোট গ্রুপে ইউক্রেনে পুনরায় যোগ দিতে শুরু করেছে।”

পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের আশেপাশে ওয়াগনারের আগের যোদ্ধাদের আধিক্য দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওয়াগনার প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিন গত মাসে রাশিয়ায় একটি বিমান দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যুতে এই বাহিনীর ভবিষ্যত এখন প্রশ্নের মুখে।

যদিও প্রিগোজিন এবং অন্যান্য ওয়াগনার নেতাদের নিয়ে বিমানটির দুর্ঘটনায় পতিত হবার সুনির্দিষ্ট কোন কারণ এখনো পাওয়া যায়নি। কিন্তু অনেক পশ্চিমা কর্মকর্তাই বিশ্বাস করেন এর পিছনে পুতিনের হাত রয়েছে।

এই প্রতিবেদনে কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG