অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়াগনার গ্রুপের প্রাক্তন চিফ অফ স্টাফের সাথে বৈঠক করেছেন পুতিন


ইউক্রেনের লুগানস্ক, ডনেটস্ক, খেরসন এবং জাপোরিঝিয়ার রাশিয়ার অধিগ্রহণের প্রথম বার্ষিকীতে উৎসর্গীকৃত একটি কনসার্টে জনগণ রাশিয়ার পতাকা দোলাতে দোলাতে যোগ দিচ্ছে। ২৯ অক্টোবর, ২০২৩।
ইউক্রেনের লুগানস্ক, ডনেটস্ক, খেরসন এবং জাপোরিঝিয়ার রাশিয়ার অধিগ্রহণের প্রথম বার্ষিকীতে উৎসর্গীকৃত একটি কনসার্টে জনগণ রাশিয়ার পতাকা দোলাতে দোলাতে যোগ দিচ্ছে। ২৯ অক্টোবর, ২০২৩।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক থেকে ইউক্রেনের দৈনিক গোয়েন্দা আপডেটে বলা হয়েছে, রাশিয়ার কর্মকর্তারা সাবেক ওয়াগনার গ্রুপের চিফ অফ স্টাফ আন্দ্রেই ট্রোশেভের সাথে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের ফুটেজ প্রকাশ করেছেন এবং ট্রোশেভকে নতুন “স্বেচ্ছাসেবক যুদ্ধ ইউনিট” প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন।

শনিবারের আপডেটে বলা হয়েছে জুলাই মাসে ওয়াগনার যোদ্ধাদের সংক্ষিপ্ত বিদ্রোহের সময় ট্রোশভ রাশিয়ার নিরাপত্তা বাহিনীতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন।এতে বলা হয়েছে , ট্রোশেভ অন্যান্য ওয়াগনার কর্মীদের রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করতে রাজি করাতে “সম্ভবত জড়িত।”

এদিকে শুক্রবার রাশিয়ার সরকারের ওয়েবসাইটে পোস্ট করা এক নথি অনুসারে, রাশিয়ার সরকার এই শরৎকালে সামরিক পরিষেবার জন্য নিয়োগপ্রাপ্তদের বয়সসীমা ২৭ থেকে ৩০-এ বাড়িয়ে ১ লাখ ৩০ হাজার লোককে বাধ্যতামূলক ভাবে সেনাবাহিনীতে যোগ দিতে বলছে।

শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের অধিভুক্ত অঞ্চলসহ রুশ ফেডারেশনের সকল অংশে এই নিয়োগ শুরু হবে।

ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থা অনুসারে, সাতটি ইইউ দেশ ইউক্রেনে জরুরিভাবে প্রয়োজনীয় আর্টিলারি শেল পেতে এবং ক্ষয়প্রাপ্ত পশ্চিমা মজুদ পূরণের জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি উল্লেখযোগ্য ক্রয় কাঠামোর অধীনে গোলাবারুদের অর্ডার দিয়েছে।

১৫৫ মিমি আর্টিলারি রাউন্ডের জন্য অর্ডারগুলো দেয়া হয়েছে। এটি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষামূলক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র।

এক বছরের মধ্যে ইউক্রেনে ১০ লাখ শেল এবং ক্ষেপণাস্ত্র পাওয়ার লক্ষ্যে মার্চ মাসে শুরু হওয়া কমপক্ষে ২১০ কোটি ডলার মূল্যের একটি পরিকল্পনার অংশ হিসেবে প্রচেষ্টাটি স্থাপন করা হয়েছিল।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স এবং এপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG