প্রেসিডেন্ট জো বাইডেন নভেম্বরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের সরকার-কে অর্থায়ন করতে এবং ফেডারেল সংস্থাগুলোর শাটডাউন এড়ানোর লক্ষ্যে, একটি বিলে স্বাক্ষর করেছেন।ফেডারেল সংস্থাগুলোর তহবিল ফুরিয়ে যাওয়ার এক ঘন্টার কম সময় আগে তিনি এই বিলে স্বাক্ষর করেন।
শনিবার গভীর রাতে; আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ, বিলটিতে স্বাক্ষর করার একটি ছবি পোস্ট করেন বাইডেন। বার্তায়, তিনি, পুরো অর্থবছরের তহবিল অনুমোদন করে বিল পাস করার জন্য অবিলম্বে কাজ শুরু করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের সিনেট শনিবার রাতে, এক বিরল সাপ্তাহিক বৈঠকে, একটি তহবিল বিল অনুমোদন করে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে স্বাক্ষরের জন্য পাঠায়। এই বিল অনুমোদনের মধ্য দিয়ে, ফেডারেল সরকারের ভয়ংকর শাটডাউন এড়ানো সম্ভব হয়েছে।
হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ-এ অনুমোদন পাওয়ার পর; সিনেটে ৮৮-৯ ভোটে পাস হওয়া বিলটি; ১৭ নভেম্বরের মধ্যে ফেডারেল সরকারকে অর্থায়নের অনুমতি দেবে। বিলটিতে, দুর্যোগ সহায়তার জন্য বাইডেনের দাবি করা ১৬০০ কোটি ডলার রয়েছে। তবে, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে, ইউক্রেনকে সহায়তা করার অর্থ অন্তর্ভুক্ত করা হয়নি।
ভোটাভুটির পর বাইডেন এক বিবৃতি প্রদান করেন। তিনি বলেন, বিলটি অনুমোদনের ফলে “একটি অপ্রয়োজনীয় সংকট এড়ানো সম্ভব হয়েছে; যা, যুক্তরাষ্ট্রের লাখ লাখ কঠোর পরিশ্রমী নাগরিকের জন্য অযথা কষ্টের কারণ হতে পারতো।” যদি বিলটি কংগ্রেসে অনুমোদন না পেতো এবং শনিবার মধ্যরাতের মধ্যে প্রেসিডেন্ট স্বাক্ষর না করতেন; তবে ফেডারেল সরকারের সংস্থাগুলো বন্ধ হয়ে যেতো।
গত কয়েকদিন ধরেই এমন উদ্বেগ ছিলো যে, যুক্তরাষ্ট্রের ৪০ লাখের বেশি সামরিক ও সরকারী কর্মী বেতন পাবেন না।তবে, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ও সীমান্ত পার হওয়ার আনুষ্ঠানিক পয়েন্টগুলোর মতো জরুরি পরিষেবাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা কাজ অব্যাহত রাখবেন। আর, পেনশনভোগীরা বিল পরিশোধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য সময়মতো তাদের মাসিক সরকারী ভাতা নাও পেতে পারেন। এমন কী, জাতীয় উদ্যানগুলো বন্ধ হয়ে যাবে, এমন আশঙ্কাও ছিলো।
শনিবার হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি তার কৌশল বদল করেন এবং তহবিল বিলটি উত্থাপন করেন। এর পর,পরিস্থিতি বদলে যায়।তার রিপাবলিকান দলের কট্টরপন্থী সদস্যরা এই বিলের বিরোধিতা করেন। এর পর, ৩৩৫-৯১ ভোটে হাউজে বিলটি পাস হয়। বেশিরভাগ ডেমোক্রেট সদস্যই বিলটি সমর্থন করেন; যদিও, এতে বাইডেন, ডেমোক্রেট ও অনেক রিপাবলিকান সদস্যের অগ্রাধিকার মূলক বিষয়, ইউক্রেনের জন্য সহায়তা; এই বিলে যুক্ত ছিলো না। বিলটিতে, রিপাবলিকানদের চেয়ে ডেমোক্রেটদের সমর্থনই ছিলো বেশি।
রিপাবলিকান প্রতিনিধি লরেন বোবার্ট স্বল্পমেয়াদী স্টপ-গ্যাপ বিল পাসের জন্য সমালোচনা করেছেন। এদিকে, স্পিকার পদ থেকে অপসারণের লক্ষ্যে, রিপাবলিকান দলের ডানপন্থী সদস্যদের কাছ থেকে আসা একটি প্রস্তাবের মুখোমুখি হতে পারেন ম্যাকার্থি।