অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া বলেছে, তারা ইউক্রেনের ৩১টি ড্রোন ভূপাতিত করেছে


তদন্তকারী এবং জরুরি পরিষেবা কর্মীরা রাশিয়ার রস্তভ-অন-ডনে যেখানে ইউক্রেনীয় ড্রোনটি ভূপাতিত হয়েছিল সেখানে কাজ করছেন। ৭ সেপ্টেম্বর, ২০২৩। ফাইল ছবি।
তদন্তকারী এবং জরুরি পরিষেবা কর্মীরা রাশিয়ার রস্তভ-অন-ডনে যেখানে ইউক্রেনীয় ড্রোনটি ভূপাতিত হয়েছিল সেখানে কাজ করছেন। ৭ সেপ্টেম্বর, ২০২৩। ফাইল ছবি।

বুধবার রাশিয়া বলেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৩১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এগুলো রাতভর রাশিয়ার ভূখণ্ডে হামলার অংশ ছিল।

ব্রায়ানস্কের আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেন, ইউক্রেনের বাহিনী কয়েকটি গ্রামে গুচ্ছ গোলাবারুদ নিক্ষেপ করেছে। এতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বোগোমাজ জানিয়েছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, তারা উচ্চ-গতির নৌকা এবং জেট স্কি ব্যবহার করে “ক্রাইমিয়ার ভূখণ্ডে প্রবেশ করার” চেষ্টা করা ইউক্রেনের সৈন্যদের একটি দলকেও অবরুদ্ধ করেছে।

সপ্তাহান্তে কংগ্রেসে কট্টর ডানপন্থী রিপাবলিকানরা কিয়েভের জন্য আশু নতুন তহবিল প্রদান বন্ধ করতে বাধ্য করে। এরপর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে আমেরিকার সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে প্রধান পশ্চিমা মিত্রদের আশ্বস্ত করার জন্য তাদেরকে ফোন করেন।

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীসহ কানাডা, জার্মানি, ইতালি, জাপান, পোল্যান্ড, রোমানিয়া, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর নেতাদের সাথে আলোচনা করেছেন।

পরে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারবি বলেন, বাইডেন ইউক্রেনকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

কিছু ডানপন্থী রিপাবলিকান কিয়েভের জন্য নতুন তহবিল প্রদানে বাধা দিচ্ছেন। তাদের দাবি, যদিও যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ এখনো ইউক্রেনে আরও সহায়তা পাঠানোর বিষয়টি সমর্থন করে বলে মনে হচ্ছে কিন্তু রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কৌশলগত স্বার্থের অন্তর্ভুক্ত নয়।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG