অ্যাকসেসিবিলিটি লিংক

আর্কটিক সমুদ্র পথে চীনা বন্দরগুলিতে অধিক তেল সরবরাহ করছে রাশিয়া


ফাইল ছবি- রাশিয়ার বন্দর নগরী নাখোদকার নিকটবর্তী নাখোদকা উপসাগরের টার্মিনাল কোজমিনোতে একটি অপরিশোধিত তেলের ট্যাংকারকে নোঙ্গর করতে দেখা যায়। (৪ ডিসেম্বর,২০২২)
ফাইল ছবি- রাশিয়ার বন্দর নগরী নাখোদকার নিকটবর্তী নাখোদকা উপসাগরের টার্মিনাল কোজমিনোতে একটি অপরিশোধিত তেলের ট্যাংকারকে নোঙ্গর করতে দেখা যায়। (৪ ডিসেম্বর,২০২২)

নর্দার্ন সি রুট (এনএসআর) দিয়ে চীনা বন্দরগুলিতে রাশিয়ার অপরিশোধিত তেলের চালানের সাম্প্রতিক বৃদ্ধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া, ইউক্রেন আক্রমণের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি হবার পর, এই ঘটনাগুলো আর্কটিক অঞ্চলে বেইজিং এবং মস্কোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষণ বলে মনে করা হচ্ছে ।

মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ভয়েস অফ আমেরিকার প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কার্বি বলেন, “সংঘাত এড়িয়ে আমরা যতটা সম্ভব বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।”

এ বছর রুশ জাহাজ ব্যবহার করে প্রায় রাশিয়ার তেলের এক ডজন চালান এনএসআর-এর মাধ্যমে চীনে পাঠানো হয়েছে। ব্যারেন্টস সাগর থেকে বেরিং প্রণালী পর্যন্ত রাশিয়ার উপকূল ধরে এই চালান যায়। নর্ড ইউনিভার্সিটির সেন্টার ফর হাই নর্থ লজিস্টিকসের তথ্য অনুযায়ী, ২০২২ সালের শেষের দিকে একটি পরীক্ষামূলক যাত্রা ছাড়া পূর্ববর্তী বছরগুলিতে আর্কটিক হয়ে চীনে কোনও তেল সরবরাহ করা হয়নি।আর্কটিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মাল্টে হাম্পর্ট বলেন, পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অপরিশোধিত তেলের চাহিদা হ্রাস পেয়েছে। চীন এটি কিনতে ইচ্ছুক বলেই মস্কো বেইজিংয়ের জন্য আর্কটিক পথ খুলে দিচ্ছে।

এনএসআর এর মাধ্যমে জাহাজ চলাচল, সুয়েজ খালের মধ্য দিয়ে প্রচলিত রুটের চেয়ে কম বরফ অতিক্রম করে আগের চেয়ে ৩০ শতাংশ কম সময়ে যেতে পারবে। মস্কোর জন্য এটি একটি যুগোপযোগী সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

মস্কো ঘোষণা করেছে, এটি আর্কটিক জুড়ে তেল পরিবহনের জন্য নন-আইস ক্লাস ট্যাঙ্কারগুলি ব্যবহার শুরু করবে। এটি বরফের বিরুদ্ধে শক্তিশালী নয় এমন হুলযুক্ত জাহাজ যা পরিবেশের জন্য কম ঝুঁকি সম্পন্ন।

২০২২ সালের তুলনায়, রাশিয়া থেকে চীনের তেল আমদানি গড়ে ২৩% বৃদ্ধি পেয়ে এই বছর প্রতিদিন ৪ লক্ষ ব্যারেল হয়েছে।

বেইজিংয়ের প্রতি, রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর পশ্চিমা মিত্ররা রাশিয়ার তেলের ওপর ব্যারেল প্রতি ৬০ ডলার মূল্যের যে সীমা আরোপ করেছে, কার্বি তা মেনে চলতে আহ্বান জানিয়েছেন।

অনিতা পাওয়েল এই প্রতিবেদনটি তৈরি করেছেন।

XS
SM
MD
LG