অ্যাকসেসিবিলিটি লিংক

সাহিত্যে নোবেল পেলেন নরওয়েজিয়ান লেখক জন ফসে


লন্ডনে ২০২২ সালের ২৬ মে ২০২২ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার অনুষ্ঠানের আগে জন ফসে। ফাইল ছবি।
লন্ডনে ২০২২ সালের ২৬ মে ২০২২ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার অনুষ্ঠানের আগে জন ফসে। ফাইল ছবি।

নরওয়েজিয়ান লেখক জন ফসে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন।

সুইডিশ একাডেমি বলেছে, ফসের "সৃষ্টিশীল নাটক এবং গদ্য অকথ্যকে ভাষা দেয়।"

একাডেমি বলেছে, "আধুনিক নরওয়েজিয়ান ভাষায় রচিত এবং বিভিন্ন শৈলীতে বিস্তৃত তার ব্যাপক রচনা সম্ভারের মধ্যে রয়েছে প্রচুর নাটক, উপন্যাস, কবিতা সংগ্রহ, প্রবন্ধ, শিশুদের বই এবং অনুবাদ।"

এমআরএনএ কোভিড ভ্যাকসিন দ্রুত তৈরির ক্ষেত্রে অবদান রাখা যৌথ গবেষণার জন্য হাঙ্গেরির ক্যাটালিন কারিকো এবং যুক্তরাষ্ট্রের ড্রু ওয়েইসম্যানকে চিকিৎসায় নোবেল প্রদানের ঘোষণার মাধ্যমে সোমবার নোবেল পুরস্কারের ঘোষণা প্রদান শুরু হয়।

মঙ্গলবার একাডেমি পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল’হুইলিয়ারকে গবেষণায় তাদের নিজ নিজ ব্যক্তিগত প্রচেষ্টার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করে। তাদের প্রচেষ্টার ফলে “অতি ক্ষুদ্র আলোর স্পন্দন তৈরি হয় যার মাধ্যমে ইলেক্ট্রনগুলোর গতিশীল প্রক্রিয়া বা শক্তি পরিবর্তন পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে।”

ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে অগ্রসর হওয়া সংক্রান্ত কাজের জন্য বুধবার মৌঙ্গি বাভেন্ডি, লুই ব্রুস এবং আলেক্সি একিমভকে রসায়নে নোবেল পুরস্কার দেয়া হয়।

শুক্রবার নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। এরপর সোমবার অর্থনীতির জন্য সর্বশেষ পুরস্কারটি ঘোষণা করা হবে।

অর্থনীতি ছাড়া সব ক্যাটাগরিতে এই পুরস্কার ঊনিশ শতকের সুইডিশ ব্যবসায়ী আলফ্রেড নোবেলের ইচ্ছায় প্রদান করা শুরু হয়েছিল। তিনি ডিনামাইট আবিষ্কারের মাধ্যমে প্রচুর অর্থ আয় করেছিলেন।

তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেয়া হয়।

XS
SM
MD
LG