অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার ২৪টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন, আরও বিমান প্রতিরক্ষা সহায়তা চান জেলেন্সকি


ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের ওরিখিভ শহরের কাছে অজ্ঞাত একটি স্থানে একজন ইউক্রেনীয় সেনা ছবির জন্য পোজ দিচ্ছেন। ১ অক্টোবর, ২০২৩।
ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের ওরিখিভ শহরের কাছে অজ্ঞাত একটি স্থানে একজন ইউক্রেনীয় সেনা ছবির জন্য পোজ দিচ্ছেন। ১ অক্টোবর, ২০২৩।

বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে রাতে তারা রুশ বাহিনীর ২৪টি ড্রোন ভূপাতিত করেছে।

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, ওডেসা, মাইকোলাইভ এবং কিরোহোভরাদ অঞ্চলে রাশিয়া মোট ২৯টি ড্রোন হামলা করেছে।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি স্পেনে ইউরোপীয় নেতাদের একটি বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তিনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ তার সামরিক বাহিনীর জন্য আরও সহায়তা চান।

বৈঠকের আগে জেলেন্সকি বলেছিলেন, আসন্ন শীতের আগে ইউক্রেন তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রসারিত করার যথাসাধ্য চেষ্টা করছে।

সপ্তাহান্তে কংগ্রেসে কট্টর ডানপন্থী রিপাবলিকানরা কিয়েভের জন্য আশু নতুন তহবিল বন্ধ করতে বাধ্য করে। এরপর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে আমেরিকার সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে প্রধান পশ্চিমা মিত্রদের আশ্বস্ত করার জন্য তাদেরকে ফোন করেন।

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীসহ কানাডা, জার্মানি, ইতালি, জাপান, পোল্যান্ড, রোমানিয়া, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর নেতাদের সাথে আলোচনা করেছেন।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারবি বলেন, বাইডেন ইউক্রেনকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড বলেছে, তারা ইউক্রেনে প্রায় ১১ লাখ রাউন্ড গোলাবারুদ পাঠিয়েছে। গত বছর তেহরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রেজুলেশন লঙ্ঘন করে ইয়েমেনের হুথি যোদ্ধাদেরকে গোলাবারুদ প্রদানের চেষ্টা করলে আমেরিকান নৌবাহিনী সেগুলো ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোরের কাছ থেকে জব্দ করেছিল।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG