অ্যাকসেসিবিলিটি লিংক

চাদের প্রেসিডেন্ট বেসামরিক শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও বিরোধীদলের সন্দেহ


চাদের প্রেসিডেন্ট মাহামত ইদ্রিস ডেবি
চাদের প্রেসিডেন্ট মাহামত ইদ্রিস ডেবি

২০২২ সালের অক্টোবর মাসে অন্তর্ভুক্তিমূলক ও সার্বভৌম জাতীয় সংলাপের প্রস্তাব অনুযায়ী চাদের প্রেসিডেন্ট মাহামত ইদ্রিস ডেবি দেশের শান্তি বজায় রাখা এবং বেসামরিক শাসন পুনরুদ্ধারের জন্য তার প্রচেষ্টার কথা তুলে ধরার জন্য সারাদেশ সফর করছেন। তবে চাদের বিরোধী রাজনৈতিক দল বলছে, ২০২১ সালের এপ্রিলে সামরিক নেতা ক্ষমতা গ্রহণের পর থেকে মধ্য আফ্রিকার দেশটি ক্ষুধা, দারিদ্র্য ও সশস্ত্র সংঘাতে জর্জরিত হয়ে রয়েছে।।

এই সপ্তাহে প্রেসিডেন্ট ডেবি উয়াদ্দাই অঞ্চলের রাজধানী এবং চাদের চতুর্থ বৃহত্তম শহর আবেচেতে ২১তম যাত্রাবিরতি করেন। তার এই সফরের উদ্দেশ্য মধ্য আফ্রিকার দেশটির উন্নয়নের অগ্রগতি ব্যাখ্যা করা এবং কর্মকর্তারা একে ব্যাপক দারিদ্র্যের অবসান বলেও উল্লেখ করেছেন।

আবেচের বেসামরিক নাগরিকদের জন্য ডেবির বার্তাটি চাদের জাতীয় টিভিতে প্রচার করা হয়।

ডেবি বলেন, আবেচেসহ বেশ কয়েকটি গ্রাম ও শহরে পানীয় জল সরবরাহ করা হয়েছে। বেসামরিক জনগণের স্বাস্থ্যগত চাহিদা মেটাতে হয় অনেক হাসপাতাল নির্মান বা জনগণের প্রয়োজনে চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে। চাদের সমস্ত শিশু যাতে শিক্ষা লাভ করতে সক্ষম হয় তার জন্য বিনামূল্যে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, তার সরকার যুবক এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার জন্য অনেক কৃষি ও প্রাণিসম্পদ প্রকল্পে অর্থায়ন করছে।

ডেবি বলেন, ২০২৪ সালের নভেম্বর মাসের মধ্যে অবাধ নির্বাচনে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দল ও বেসামরিক নাগরিকদের প্রস্তুতি নেওয়া উচিত।

XS
SM
MD
LG